Friday, August 22, 2025

শাহ বা নাড্ডা নন, শুভেন্দু’র হাতে গেরুয়া পতাকা দেবেন দিলীপ বা মুকুল, নয়া জল্পনা

Date:

Share post:

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলে, কে তাঁর হাতে গেরুয়া পতাকা তুলে দেবেন, তা নিয়ে ‘টেকনিক্যাল’ সমস্যা দেখা দিয়েছে৷

দিল্লি-বিজেপি সূত্রের খবর, শুভেন্দু যেহেতু জাতীয় নেতা নন, তাই অমিত শাহ, জেপি নাড্ডাস্তরের কোনও নেতা তাঁর হাতে দলের পতাকা তুলে দিতে পারবেন না৷ তবে ইচ্ছা করলে যোগদান অনুষ্ঠানে অবশ্যই থাকতে পারবেন৷

এই সমস্যা দেখা দেওয়ার পরই মোটামুটিভাবে স্থির হয়েছে, সম্ভবত বঙ্গ- বিজেপির সভাপতি দিলীপ ঘোষ অথবা দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বা দলের অন্য কোনও জাতীয় নেতার হাত থেকে শুভেন্দু অধিকারীকে পদ্ম- পতাকা নিতে হবে৷ দিল্লির ওই সূত্র জানাচ্ছে, এই কারনেই শোভন চট্টোপাধ্যায়ের হাতেও শাহ বা নাড্ডা পতাকা তুলে দিতে পারেননি৷

বিজেপি হোমওয়ার্ক সেরে রাখলেও শুভেন্দু ঠিক কবে বিজেপিতে যোগদান করবেন তা এখনও স্বচ্ছ হয়নি৷ ঘনিষ্ঠমহলে শুভেন্দু না’কি বলেছেন, বিজেপিতে যোগ দেওয়াটা কখনই গোপন কোনও বিষয় হতে পারেনা৷ তবে ‘কথা’ কিছুটা বাকি আছে৷ সেটা মিটে গেলে তিনি নিজেই তারিখ জানাবেন।
তবে, মঙ্গলবারই বিজেপির একটি সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহের শনিবার
বিজেপিতে যোগদান করা যায় কি’না, তা না’কি খতিয়ে দেখছেন শুভেন্দু। গেরুয়া পতাকা তাঁর হাতে যেই তুলে দিন, অমিত শাহের উপস্থিতিতেই মেদিনীপুরে তিনি বিজেপিতে যোগদান করবেন। পাশাপাশি
বিজেপির অন্য এক সূত্র বলছে, আগামী ১৭ ডিসেম্বর দিল্লি যাবেন শুভেন্দু। ১৮ ডিসেম্বর দিল্লিতেই তিনি বিজেপিতে যোগদান করবেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যে আসবেন। তবে শুভেন্দু অধিকারী নিজে এখনও কিছুই জানাননি৷
ওদিকে জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী নাকি বিজেপি নেতৃত্বকে ইতিমধ্যেই জানিয়েছেন প্রথমে তিনি একাই বিজেপিতে যোগ দেবেন৷ তারপর, অন্য কোনওদিন তৃণমূলের একাধিক নেতা-বিধায়ক গেরুয়া পতাকা হাতে নেবেন৷

spot_img

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...