Saturday, January 17, 2026

শাহ বা নাড্ডা নন, শুভেন্দু’র হাতে গেরুয়া পতাকা দেবেন দিলীপ বা মুকুল, নয়া জল্পনা

Date:

Share post:

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলে, কে তাঁর হাতে গেরুয়া পতাকা তুলে দেবেন, তা নিয়ে ‘টেকনিক্যাল’ সমস্যা দেখা দিয়েছে৷

দিল্লি-বিজেপি সূত্রের খবর, শুভেন্দু যেহেতু জাতীয় নেতা নন, তাই অমিত শাহ, জেপি নাড্ডাস্তরের কোনও নেতা তাঁর হাতে দলের পতাকা তুলে দিতে পারবেন না৷ তবে ইচ্ছা করলে যোগদান অনুষ্ঠানে অবশ্যই থাকতে পারবেন৷

এই সমস্যা দেখা দেওয়ার পরই মোটামুটিভাবে স্থির হয়েছে, সম্ভবত বঙ্গ- বিজেপির সভাপতি দিলীপ ঘোষ অথবা দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বা দলের অন্য কোনও জাতীয় নেতার হাত থেকে শুভেন্দু অধিকারীকে পদ্ম- পতাকা নিতে হবে৷ দিল্লির ওই সূত্র জানাচ্ছে, এই কারনেই শোভন চট্টোপাধ্যায়ের হাতেও শাহ বা নাড্ডা পতাকা তুলে দিতে পারেননি৷

বিজেপি হোমওয়ার্ক সেরে রাখলেও শুভেন্দু ঠিক কবে বিজেপিতে যোগদান করবেন তা এখনও স্বচ্ছ হয়নি৷ ঘনিষ্ঠমহলে শুভেন্দু না’কি বলেছেন, বিজেপিতে যোগ দেওয়াটা কখনই গোপন কোনও বিষয় হতে পারেনা৷ তবে ‘কথা’ কিছুটা বাকি আছে৷ সেটা মিটে গেলে তিনি নিজেই তারিখ জানাবেন।
তবে, মঙ্গলবারই বিজেপির একটি সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহের শনিবার
বিজেপিতে যোগদান করা যায় কি’না, তা না’কি খতিয়ে দেখছেন শুভেন্দু। গেরুয়া পতাকা তাঁর হাতে যেই তুলে দিন, অমিত শাহের উপস্থিতিতেই মেদিনীপুরে তিনি বিজেপিতে যোগদান করবেন। পাশাপাশি
বিজেপির অন্য এক সূত্র বলছে, আগামী ১৭ ডিসেম্বর দিল্লি যাবেন শুভেন্দু। ১৮ ডিসেম্বর দিল্লিতেই তিনি বিজেপিতে যোগদান করবেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যে আসবেন। তবে শুভেন্দু অধিকারী নিজে এখনও কিছুই জানাননি৷
ওদিকে জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী নাকি বিজেপি নেতৃত্বকে ইতিমধ্যেই জানিয়েছেন প্রথমে তিনি একাই বিজেপিতে যোগ দেবেন৷ তারপর, অন্য কোনওদিন তৃণমূলের একাধিক নেতা-বিধায়ক গেরুয়া পতাকা হাতে নেবেন৷

spot_img

Related articles

বিচার পেতে উত্তর থেকে কলকাতা আর নয়: শনিতে মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন সার্কিট বেঞ্চের

ভারতীয় রেলের পরিষেবা যে আর সাধারণ মানুষের নাগালের মধ্যে বিজেপি জমানায় থাকবে না, তার অন্যতম উদাহরণ বন্দে ভারত...

অ্যাকাডেমির মক্কা দর্শন থেকে টলিউড পরিচালকরা: অকপট ‘নাটককার’ ব্রাত্য

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার আলোড়ন ফেলা গুরুত্বপূর্ণ কিছু নাটক তাঁর হাত থেকেই উঠে এসেছে। রাজ্যের মন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি...

রাজ্যের সিলিকন ভ্যালিতে জমি গ্রহণ ৪১ সংস্থার: ASSOCHAM-এ দাবি সচিব শুভাঞ্জনের

শিল্পের উপযুক্ত পরিকাঠামো তৈরি করে বাংলাকে শিল্পদ্যোগীদের গন্তব্যে পরিণত করার দিকে প্রতিদিন নতুন নতুন ধাপ ফেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

মোদির সফরের আগেই মালদহে SIR-মৃত্যু: শুনানি আতঙ্কে মৃত আরও ২

চলতি এসআইআর প্রক্রিয়া রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে অনেক বেশি আদিবাসী বা মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অনিশ্চয়তার মুখে ঠেলে...