বয়স মাত্র ৭, এখনই ৮০ কেজি ওজন তুললো কানাডার বিস্ময়- বালিকা

দুনিয়াজুড়ে বিস্ময় সৃষ্টি করলো কানাডার রোরি ভন উল্ট (Rory van Ulft)৷

তাঁর বয়স এখন মাত্র সাত। এই বয়সে সাধারনত পুতুল নিয়ে খেলতেই ভালোবাসে শিশুরা। কিন্তু কানাডার( Canada) ‘বিস্ময় বালিকা’ রোরি ভন ওই ৭ বছরেই ভারোত্তোলনে (weightlifting) ৮০ কেজি ওজন তুলে চমকে দিয়েছে গোটা ক্রীড়া বিশ্বকে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে রোরি।

কানাডার অটোয়া’র ( Ottawa) বাসিন্দা রোরি। বয়স যখন ৪, তখনই ভারাত্তোলনে তার হাতেখড়ি। পুচকে মেয়ের এই প্যাশনে সমর্থন রয়েছে পরিবারের। পাঁচ বছর বয়সেই প্রথাগত তালিম শুরু। তখন থেকেই শক্তি বাড়ানোর দিকে জোর দেয় রোরি। অনুশীলনে রোরিকে দেখে চমকে উঠেছিলেন তাঁর কোচ। মাত্র দু’বছর অনুশীলন করেই বিশ্বকে চমকে দিয়েছে এই বিস্ময় বালিকা। উইমেন্স বারের স্ন্যাচে ৩২ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ৪২ কেজি, ডেড লিফটে ৮০ কেজি ওজন অনায়াসে তুলেছে রোরি।

এদিকে, বয়সের থেকে অনেক বেশি ওজন তুলে ফেলায় দুশিন্তায় পড়েছেন তার পরিবারের সদস্যরা। আশঙ্কা, বয়স বাড়লে বড় কোনও চোট-আঘাতে কাবু হবে না তো রোরি? তবে বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে আরও চমক দেখানোর জন্য তৈরি কানাডার এই খুদে ভারাত্তোলক।

আরও পড়ুন-আমেরিকায় প্রথম টিকা নিলেন নিউ ইয়র্কের নার্স, ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে সিঙ্গাপুরেও

Previous articleবিক্ষোভের আশঙ্কায় এবার মতুয়া-এলাকায় যাচ্ছেন না অমিত শাহ
Next articleকৃষি আইন নিয়ে বিধানসভা অধিবেশনের দাবিতে কং-বাম বিধায়করা ধর্নায় বসবেন নবান্নে