Friday, December 12, 2025

কংগ্রসের সঙ্গে আসন বন্টনের বৈঠকে সব শরিককে রাখার দাবি জোরাল বামফ্রন্টে

Date:

Share post:

আর বন্ধুত্বপূর্ণ লড়াই নয়, এবার স্পষ্ট এবং সুষ্ঠু আসন বন্টন চায় বাম শরিকরা (left Front)। গতবারের ভুল আর এবার নয়। আগেই আওয়াজ তুলেছিল ফরোয়ার্ড ব্লক (Foroword Block), এবার তাদের সুরে সুর মেলাল আরএসপি (RSP)। একই মনোভাব সিপিআইয়েরও (CPI)। কংগ্রেসের সঙ্গে জোট হোক। কিন্তু আসন ভাগাভাগি ভোটের আগে স্পষ্ট করে নিতে চাইছে বাম শরিকরা। বড় শরিক সিপিএমকে (CPIM)- এর কাছে স্পষ্ট বার্তা দিয়েছে তারা।

আরএসপি কেন আসন রফা স্পষ্ট করতে চাইছে? কারণ মূলত মুর্শিদাবাদ। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Choudhury) গড়। এই জেলায় আরএসপির প্রভাব একসময় যথেষ্ট ছিল। এখনও ক্রমশ ক্ষয়িষ্ণু। তা সত্ত্বেও প্রভাব অস্বীকার করা যাবে না। গত ভোটে (২০১৬) বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছিল। মুখোমুখি হতে হয়েছে বেশ কিছু আসনে। এবার ফের তাই হোক, চাইছে না আরএসপি নেতৃত্ব। আবার আলিপুরদুয়ারের মতো জায়গায় আরএসপির প্রভাব আছে। কিন্তু বিগত বিধানসভা ভোটে বড় শরিক সিপিএমের সমর্থন চলে গিয়েছিল কংগ্রেসের দিকে। এই ভ্রান্তি যে এবার আর করতে চায় না দল, তা ভোটের চার মাস আগেই বুঝিয়ে দিয়েছেন আরএসপির রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরী (Biswanath Choudhury)। তাঁর স্পষ্ট কথা, কংগ্রেসের সঙ্গে আসন বন্টনের বৈঠকে আর শুধু সিপিএম নয়, সব শরিক দলকে রাখতে হবে। আসন বন্টন আগেই শেষ করে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে দল। একই মনোভাব সিপিআইয়েরও। মেদিনীপুর সহ বেশ কিছু জেলার আসনের তারা দাবিদার। ফলে বামফ্রন্টের হয়ে বিমান বসু (Biman Basu) আর সূর্যকান্ত মিশ্র ( suryakanta Mishra) আসন রফা করবেন, এবার আর তা হবে না। বাম মহলে এখন সেই বৈঠকের সলতেতেই পাক লাগানো শুরু হয়েছে।

 

spot_img

Related articles

গুজরাটে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, আহত ৫

ফের গুজরাটে (Gujrat) ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু (Bridge Under Construction)। এবার নির্মীয়মাণ সেতু ভেঙে ৫ জনের আহত হওয়ার...

শ্বাসকষ্টের সমস্যা বাড়ায় ভেন্টিলেশনে খালেদা জিয়া!

অতি সংকটজনক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)। শ্বাসকষ্ট জনিত সমস্যা বাড়ার কারণে শারীরিক অবস্থার অবনতি হতেই...

প্যাটি বিক্রেতাদের উপর হামলাকারীদের সংবর্ধনা শুভেন্দুর! তীব্র ধিক্কার তৃণমূলের

ধর্মের দোহাই দিয়ে অপরাধীদের আড়াল করাই কি বিজেপির একমাত্র উদ্দেশ্য? উঠছে প্রশ্ন। কারণ, বিগ্রেডের (Bridged) অনুষ্ঠানে যাঁরা গরিব...

Indigo-র উড়ান বিপর্যয়ে ৪ ‘ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর’ বরখাস্ত করল DGCA, বিমান সংস্থার পরিষেবায় বাড়তি নজরদারি

ইন্ডিগো-র রেকর্ড সংখ্যক উড়ান বাতিল। হয়রান যাত্রীরা। প্রশ্নের মুখে দেশের বিমান (Flight) চলাচল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডিজিসিএ (DGCA)-র ভূমিকা।...