Wednesday, December 3, 2025

রেলে আদানির লোগো! সরকারের পাল্টা জবাবে বিপাকে প্রিয়াঙ্কা

Date:

Share post:

বেসরকারিকরণ নীতির জেরে বিরোধীদের আক্রমণের তীরে বরাবর বিদ্ধ কেন্দ্রের মোদি সরকার(Modi government)। সেই ধারা অব্যাহত রেখে সম্প্রতি রেলের ইঞ্জিনে (Indian rail) বেসরকারি সংস্থার লোগো নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী(Priyanka Gandhi Vadra)। গোটা বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করে তিনি অভিযোগ করেন, কৃষি ক্ষেত্রের পাশাপাশি রেলের একটি বড় অংশ আদানিদের মত ধনকুবের বন্ধুদের হাতে তুলে দিতে চাইছে বিজেপি। তবে নিজের এই পোস্টের জেরে নিজেই বিপাকে পড়ে গেলেন প্রিয়াঙ্কা গান্ধী। সরকারের তরফে তাঁর ফেসবুক পোস্টকে সম্পূর্ণ ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করা হয়েছে।

সম্প্রতি রেলের ইঞ্জিনের গায়ে দরজার পাশে ‘আদানি উইলমার'(Adani wilmar) সংস্থার লোগো সাঁটানো ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন প্রিয়াঙ্কা। পাশাপাশি তিনি লেখেন কোটি কোটি ভারতীয় কঠোর পরিশ্রমে গড়ে উঠেছে রেল। আর সেই রেলের গায়ে বিজেপি তার কোটিপতি বন্ধুদের মোহর বসিয়েছে। আগামী দিনে রেলের একটি বড় অংশ মোদিজীর কোটিপতি বন্ধুদের হাতে চলে যাবে।’ প্রিয়াঙ্কা গান্ধীর এই ফেসবুক পোস্ট মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দেয়।
শুধু প্রিয়াঙ্কা নন, এই ভিডিওটি পোস্ট করতে দেখা যায় গুজরাটের কংগ্রেস নেতা হার্দিক প্যাটেলকেও। টুইটারে ভিডিওটির সঙ্গে তিনি লেখেন, রেল আদানি গ্রুপের বিজ্ঞাপন দিচ্ছে। এই ছবিতে কোনওরকম দ্বিধা না রেখে এটা বলাই যায় কৃষকরা সত্যর পথেই হাঁটছেন। হার্দিকের এই টুইট আবার নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন প্রিয়াঙ্কা। সব মিলিয়ে বিরোধীদের একের পর এক তোপের মুখে বেশ চাপে পড়ে যায় সরকার।

আরও পড়ুন:‘ওখানে মর্যাদার পদ না পেলে এখনই দলবদল নয়’, বক্তব্য শুভেন্দু- ঘনিষ্ঠ একাংশের

তবে কংগ্রেস নেতৃত্বের তোলা এহেন অভিযোগ সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে সরকার। ‌ পিআইবিকে হাতিয়ার করে ‘পিআইবি ফ্যাক্ট চেক’ নামে টুইটার অ্যাকাউন্ট এর উত্তর দিয়ে জানিয়েছে, ‘ফেসবুকে একটি ভিডিও দাবি করেছে সরকার ভারতীয় রেলের উপর বেসরকারি সংস্থার লাগিয়ে দিয়েছে এই দাবি ভুল এটি শুধুমাত্র একটি বাণিজ্যিক বিজ্ঞাপন উদ্দেশ্য ট্রেন ভাড়া বাবদ এর বাইরে অতিরিক্ত রাজস্ব সংগ্রহ।’ পাশাপাশি প্রিয়াঙ্কারই দাবিকে বিভ্রান্তিকর আখ্যা দেওয়া হয়েছে পিআইবির তরফে।

spot_img

Related articles

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে এক্সপেরিমেন্টের পথে গম্ভীর! 

ঘরের মাটিতে প্রোটিয়াদের কাছে টেস্ট সিরিজের চুনকাম হওয়ার পর প্রথম একদিনের ম্যাচে (Ind vs SA) রো-কো (Rohit Sharma-...

আজ ৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার রায় দেবে আদালত 

নবম দশম-একাদশ দ্বাদশের পর এবার প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের (Primary school teachers) ভবিষ্যৎ কী হতে চলেছে, উত্তর মিলবে...

আজ মালদহের গাজোলে মুখ্যমন্ত্রীর সভা, সকাল থেকে আঁটোসাঁটো নিরাপত্তা 

বুধের দুপুরে মালদহের (Maldah) গাজোলে সভা করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবারই মুর্শিদাবাদে পৌঁছেছেন তিনি।...

জেলা সফরে বহরমপুরে মুখ্যমন্ত্রী: বুধের সভার জন্য প্রস্তুত মালদহের গাজোল

মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছে যান মুর্শিদাবাদে বহরমপুরে। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে...