এনামুলকে হেফাজতে চেয়ে হাইকোর্টে সিবিআই

গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হককে নিজেদের হেফাজতে চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেধ CBI-এর গোয়েন্দারা। এনামুলকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছেন তারা। এই বিষয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছে সিবিআই । রাজ্য পুলিশের মালদা জোনের দুই কর্মীকে নতুন করে নোটিশ পাঠানো হয়েছে ।
গত ১১ ডিসেম্বর আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করে এনামুল হক। সিবিআইয়ের দাবি, এনামুলের সঙ্গে বিএসএফ আধিকারিকদের একটি সিন্ডিকেটের যোগাযোগ ছিল। সিবিআই সূত্রে জানা গিয়েছে , কোটি কোটি টাকা দেওয়া হত ঘুষ হিসেবে।

Previous articleভারতীয় বোলারদের দাপটে ছারখার অস্ট্রেলিয়ার ব‍্যাটিং লাইন, ৪ উইকেট অশ্বিনের
Next articleনারদতদন্তে অ্যাপল কর্তৃপক্ষকে চিঠি কেন্দ্রের