কনকনে শীতের পর্ব শুরু, আরও ৬ ডিগ্রি নামবে পারদ

শুক্রবার থেকেই কনকনে শীতের আমেজ কলকাতায় (Kolkata)‌। জাঁকিয়ে শীতের পর্ব শুরু হবে রাজ্যে(West Bengal)। পারদ নামা শুরু হবে আজ থেকেই। রবি ও সোমবার কলকাতায় পারদ নামতে পারে ১২ ডিগ্রিতে। জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা রয়েছে।

সোমবার পর্যন্ত পারদ নামলেও মঙ্গলবার থেকে ঊর্ধ্বমুখী হবে কলকাতার পারদ। শনি থেকে মঙ্গলবার জাঁকিয়ে শীতের পর্ব রাজ্যে। আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে রবিবার জম্মু-কাশ্মীরে। তার আগে শৈত্যপ্রবাহের পরিস্থিতি উত্তর পশ্চিম ভারতে। এই শীতল হাওয়ায় মধ্যভারত পার হয়ে পূর্ব ভারতে জাঁকিয়ে ঠান্ডার পরিস্থিতি তৈরি করবে।

সোমবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা নামতেই থাকবে পূর্ব ভারতের রাজ্যগুলিতে। কলকাতায় আজ পরিষ্কার আকাশ থাকবে। শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি। আজও তাপমাত্রা স্বাভাবিকের ১ ডিগ্রির উপরে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।

আরও পড়ুন : একটানা ১১ দিন অপরিবর্তিত পেট্রোল ও ডিজেলের দাম

Previous article১৮ ডিসেম্বর, শুক্রবারের বাজার দর
Next articleভোররাতে কেষ্টপুরে তৃণমূলের পার্টি অফিস পুড়ে ছাই, অভিযোগের আঙুল বিজেপির দিকে