১২৩ আইএফএ শিল্ড চ‍্যাম্পিয়ন রিয়াল কাশ্মীর

১২৩ আইএফএ শিল্ড( IFA SHIELD) চ‍্যাম্পিয়ন রিয়াল কাশ্মীর(Real Kashmir)। ফাইনালে তারা ২-১ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে( George Telegraph )। রিয়ালের হয়ে গোল দুটি করেন লুকমান ( Lukman)এবং ম‍্যাসন রর্বাটসন( Mason Robertson)। জর্জের হয়ে একমাত্র গোলটি করেন গৌতম দাস( Goutam Das) ।

 

শনিবার যুবভারতী স্টেডিয়ামে ঐতিহাসিক আইএফএ শিল্ডের ফাইনালে রিয়াল কাশ্মীরের মুখোমুখি হয়েছিল জর্জ টেলিগ্রাফ। ম‍‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমনে ঝাপায় কাশ্মীর। ম‍্যাচের ৩৭ মিনিটে গোল করে ক‍াশ্মীরকে এগিয়ে দেন লুকমান। তবে এই ব‍্যবধান বেশিক্ষন ধরে রাখতে পারেনি তারা।

ম‍্যাচের ৪৯ মিনিটে জর্জের হয়ে সমতা ফেরান গৌতম দাস। এরপরই আক্রমণের ঝাঁজ বাড়ায় ডেভিড রর্বাটসনের দল। যার ফলে ম‍্যাচের ৬০ মিনিটে ব‍্যবধান বাড়ায় রিয়াল কাশ্মীর। কাশ্মীরের হয়ে দ্বিতীয় গোলটি করেন ম‍্যাসন রর্বাটসন। এদিন দুরন্ত প‍্যারফমেন্স করে ম‍্যাচের সেরা হন গোলরক্ষক মিঠুন সামান্ত। ১২৩ আইএফএ শিল্ড চ‍্যাম্পিয়ন হয়ে খুশি কাশ্মীর কোচ ডেভিড রর্বাটসন।

আরও পড়ুন :পিঙ্ক বল টেস্টে লজ্জার হার ভারতের

Previous articleআদর্শ নয়, ব্যক্তিগত সঙ্কীর্ণতাতেই আটকে গেল শুভেন্দুর প্রথম গেরুয়া ভাষণ
Next articleঅভিষেকই ফ্যাক্টর, বারবার বুঝিয়ে দিলেন অমিত শাহ থেকে শুভেন্দু