ভাঙ্গড়ের ঘটকপুকুরে ভস্মীভূত দোকান, ঘুমন্ত অবস্থায় মৃত দুই শিশু-সহ দোকান মালিকের

সাতসকালে ভয়াবহ আগুন ভাঙড়ের ঘটকপুকুরে। সকাল সাড়ে আটটা নাগাদ আগুন লাগে ঘটকপুকুর (Ghatakpukur) চৌমাথা এলাকায় কার্যত বাজারের মধ্যেই। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। বাজার এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ায়, আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকলকে। বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দুই শিশু-সহ দোকান মালিকের।

আরও পড়ুন : আজ শাহের সভায় শুভেন্দুর সঙ্গে কে কে? রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে আচমকাই ঘটকপুকুর বাজারে একটি কেরোসিনের দোকানে আগুন লাগে। আগুনের তীব্রতা বেশি থাকায়, তা ছড়িয়ে পড়ে পিছনের রেস্তোরাঁয়। ওই আগুনেই অগ্নিদগ্ধ হয় রেস্তোরাঁর দুই কিশোর কর্মচারির। তাদের বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন রেস্তোরাঁর মালিকও। পরে মালিক-সহ তিনজনেরই মৃতদেহ বের করে আনে পুলিশ।

কীভাবে আগুন লাগল, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। দোকানের ভিতরে থাকা দাহ্য পদার্থ থেকে আগুন ছড়ায়। এলাকার ব্যবসায়ীরা যথেষ্ট আতঙ্কে রয়েছে। তদন্তে ভাঙড় থানার পুলিশ।

Previous articleশাহের সভায় বিজেপিতেই যোগ দিচ্ছেন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ, কংগ্রেসের সুদীপ: সূত্র
Next articleস্বামীজীর দেখানো পথে আমরা এগোতে চাই: অমিত শাহ