বাংলায় এসে ৭ টি সাজানো মিথ্যে বলেছেন শাহ, ব্যাখ্যা দিলেন ডেরেক

দু’দিনের রাজ্য সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। তাঁর হাত ধরেই শনিবার বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ কংগ্রেস (Congress), সিপিআইএমের (CPIM) একাধিক নেতা-নেত্রীরা। এদিনই একাধিক কথা শাসকদলকে ‘শুনিয়েছেন’ শাহ। তৃণমূলের বিরুদ্ধে অনেক অভিযোগ অমিতের। এরই পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (TMC MP Derek O’Brien)। বাংলায় এসে ৭ টি মিথ্যে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার একটি টুইট করে তার ব্যাখ্যা করেছেন ডেরেক।

এক…

➡️অমিত শাহর দাবি

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কংগ্রেস ছেড়ে অন্য দলে যোগ দিয়েছিলেন। এখন অন্যদের বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ করেছেন।

➡️ডেরেক ও’ব্রায়েনের ব্যাখ্যা

মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে অন্য কোনও দলে যোগ দেননি। তিনি ১৯৯৮ সালে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস(AITMC) গঠন করেছিলেন।

দুই…

➡️অমিত শাহর দাবি

আয়ুষ্মান ভারতের কোনও সুবিধে বাংলার মানুষকে দেওয়া হচ্ছে না।

➡️ডেরেক ও’ব্রায়েনের ব্যাখ্যা

আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর ২ বছর আগে বাংলায় চালু করা হয়েছিল স্বাস্থ্যসাথী প্রকল্প(Swastha Sathi)।

স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যের ১.৪ কোটি পরিবার বিমার সুবিধে পেয়েছেন। ওইসব পরিবার বছরে পেয়েছে সর্বোচ্চ ৫ লাখ টাকা। পরিবারের মহিলার নামে কার্ড সহ আরও অনেক ভাল বৈশিষ্ট্য রয়েছে।

তিন…

➡️অমিত শাহর দাবি

প্রধানমন্ত্রী কিষণ সম্মান নিধির ৬ হাজার টাকা পাওয়া থেকে রাজ্যের মানুষ বঞ্চিত।

➡️ডেরেক ও’ব্রায়েনের ব্যাখ্যা

কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকার প্রতি একর জমিতে চাষিরা পেয়েছেন ৫ হাজার টাকা। প্রধানমন্ত্রী(Prime Minister Narendra Modi) কিষণ সম্মান নিধি প্রকল্পে প্রতি একর জমিতে চাষিদের দেওয়া হয়েছে মাত্র ১,২১৪ টাকা।

চার…

➡️অমিত শাহর দাবি

গত দেড় বছরে রাজ্যে খুন হয়েছেন ৩০০ বিজেপি(BJP) কর্মী।

➡️ডেরেক ও’ব্রায়েনের ব্যাখ্যা

বহু বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে নিজেদের মধ্যে মারামারিতে। কেউ আত্মহত্যা করলে তাকে খুন বলে চালানো হচ্ছে।

১৯৯৮ সালে থেকে এখনও পর্যন্ত ১০২৭ তৃণমূল(TMC)কর্মী খুন হয়েছেন। বিজেপির ১১৬ জন লোকসভা সাংসদের ক্রিমিনাল রেকর্ড রয়েছে

পাঁচ…

➡️অমিত শাহর দাবি

বাংলার মানুষের জন্য মোদির পাঠানো খাদ্যশষ্য তৃণমূল কর্মীরা নিজেদের বরাদ্দ বলে চালাচ্ছেন।

➡️ডেরেক ও’ব্রায়েনের ব্যাখ্যা

রাজ্যের খাদ্যসাথী প্রকল্পে ২০২১ সালের জুন পর্যন্ত ১০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে।

ছয়…

➡️অমিত শাহর দাবি

বাংলায় জে পি নাড্ডাকে(J P Nadda) পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি।

➡️ডেরেক ও’ব্রায়েনের ব্যাখ্যা

জে পি নাড্ডার জন্য জেড প্লাস নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সব নিয়ম ভেঙে তিনি তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা বাড়িয়ে দেন।

সাত…

➡️অমিত শাহর দাবি

নরেন্দ্র মোদি বহু গরিব মানুষকে ঘর এবং স্থায়ী কাঠামো দিয়েছেন।

➡️ডেরেক ও’ব্রায়েনের ব্যাখ্যা

এক্ষেত্রে কেন্দ্র দেয় ৬০ শতাংশ ও রাজ্য সরকার দেয় ৪০ শতাংশ খরচ।

২০১১-২০ সাল পর্যন্ত রাজ্য সরকার তৈরি করেছে ৩৩,৮৭,০০০ ঘর। এতে খরচ হয়েছে ৩৯,৯৯৩ কোটি টাকা।

গীতাঞ্জলি প্রকল্পে আওতায় ঘর তৈরি হয়েছে ৩,৯০,০০০। খরচ হয়েছে ৩৫৫০ কোটি টাকা।

সমস্ত প্রকল্পের আবাসনের আওতায়, বাড়ি তৈরি হয়েছে ৪,৩০,০০০। খরচ হয়েছে ৭০০০ কোটি টাকা।

আরও পড়ুন-“জয় বাংলা”, অশোকনগরে গ্যাস উৎপাদন কেন্দ্রের উদ্বোধনে বিজেপি মন্ত্রীর মুখে এই স্লোগান

Previous articleসুনীলদের জন‍্য আলাদা পরিকল্পনা নেই, জানালেন হাবাস
Next articleবাবরির চেয়েও বড় অযোধ্যার নয়া মসজিদ, থাকছে হাসপাতাল, প্রকাশ্যে ব্লু প্রিন্ট