Wednesday, May 14, 2025

তৃণমূলের বি টিমে থাকব কেন? থাকলে মূল দলেই থাকব। বিজেপিতে মর্যাদা পাচ্ছিলাম না। দমবন্ধ করা পরিবেশ- সেই কারণেই পদ্ম ছেড়ে ঘাসফুলে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের (Soumitra Khan) স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ (Sujata Mondal Khan)। তাহলে কি এবার তাঁর পথেই সৌমিত্রও ফিরবেন পুরনো দলে। এবিষয়ে সুজাতা মন্তব্য করেন যেদিন সুবুদ্ধি হবে, তিনিও সেদিন ফিরবেন। অমিত শাহ (Amit Shah) রাজ্য ছাড়ার একদিনের মধ্যেই গেরুয়া শিবিরে পাল্টা আঘাত হানল তৃণমূল। সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি (BJP) সাংসদের স্ত্রী।

সৌমিত্র-সুজাতা দুজনেই একসময় তৃণমূলে ছিলেন। সেখান থেকে যান গেরুয়া শিবিরে। লোকসভা নির্বাচনের আগে আদালতের নির্দেশে সৌমিত্র খাঁ বিষ্ণুপুরে ঢুকতে পারেননি। কার্যত একাই তাঁর হয়ে প্রচার সামলান সুজাতা। ভোটের দিনও একা লড়তে দেখা যায় তাঁকে। সেই সময় ভোটে জেতার জন্য স্ত্রীকেই যাবতীয় কৃতিত্ব দিয়েছিলেন সৌমিত্র। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক ও পারিবারিকভাবে স্বামীর সঙ্গে সুজাতা মণ্ডল খাঁর দূরত্ব তৈরি হচ্ছিল। কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করছে অনেকে।

একই সঙ্গে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) বিজেপিতে নেওয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সুজাতা। তিনি অভিযোগ করেন, তৃণমূলের লোকদের মুখ্যমন্ত্রিত্ব, উপমুখ্যমন্ত্রিত্বের লোভ দেখাচ্ছে বিজেপি। সুজাতার মতে, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee) ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের প্রতিমূর্তি, তিনি তাঁর সেনানি হিসেবে কাজ করতে চান। শুভেন্দু অধিকারীকে ধান্দাবাজ বলে অভিযোগ করে সুজাতা বলেন, “তাঁকে নেতা বলে মানি না। তাঁর অভিযোগ, অযোগ্য লোকেদের ঠাঁই দেয় বিজেপি। তৃণমূলে যে সব লোকেরা দুর্নীতিগ্রস্ত, বিজেপিতে গেলে তাঁরা কী করে শুদ্ধ হয়ে যাবেন? আমাদের মত যাঁরা পরিশ্রম করে, রক্ত দেয়, দলের জন্য ত্যাগ করে তাদের জায়গা দেয় না”।

যে তৃণমূলের (TMC) বিরুদ্ধে লড়াই, কেন সেখানেই ফিরলেন? সুজাতার মতে,, বিজেপিতে তাঁর সম্মান, মর্যাদা হানি হচ্ছিল, মর্যাদা প্রতি মুহূর্তে ক্ষুণ্ণ হলে সেখানে থাকা যায় না।

আরও পড়ুন-বাংলায় বিজেপি দু’অঙ্ক পার করতে পারবে না, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রশান্ত কিশোর

Related articles

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...

জামিন মেলেনি সুপ্রিম কোর্টে! এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ

নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে জামিন না মেলায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ চট্টোপাধ্যায়। আগামী ১৯ মে বিচারপতি...

ধান সংগ্রহে স্বচ্ছতা আনতে তিনস্তরের মনিটরিং কমিটি পুনর্গঠনের নির্দেশ রাজ্যের

কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহের প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং কার্যকর করতে তৎপর রাজ্য সরকার। এই...

ট্রাম্পের মধ্যস্থতা মেনে নেওয়া অপমানজনক: মত সৌগত রায়ের

আপাত সংঘর্ষ বিরতি ভারত-পাকিস্তানের মধ্যে। এই বিষয়ে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তাঁর মধ্যস্থতায় এই বিরতি হয়েছে। এই...
Exit mobile version