বরখাস্ত না পদত‍্যাগ? কেভিপি রাও কে নিয়ে জল্পনা তুঙ্গে ক্রিকেটমহলে

বিসিসিআইয়ে( BCCI) সভার আগে বরখাস্ত করা হল বোর্ড পদস্থ আধিকারিক কেভিপি রাও কে( KVP Rao) । তাকে সরিয়ে দেওয়া নিয়ে এরই মধ‍্যে উঠেছে একাধিক প্রশ্ন। সরিয়ে দেওয়া হল, না কি তিনি নিজে পদত্যাগ করেছেন? তা নিয়ে রয়েছে জল্পনা।

১০ বছর ধরে বোর্ডের প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন কেভিপি রাও। ঘরোয়া ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পাশাপাশি ম‍্যানেজার পদেও যুক্ত ছিলেন কেভিপি রাও। তিনিই রিপোর্ট করতেন এম শ্রীধর এবং সাবা করিমকে।

বছরের শুরুতেই সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফি শুরু হতে চলেছে। এমন অবস্থায় কেভিপি রাওয়ের না থাকাতে কোন অসুবিধে হবে না বলে মনে করছে বিসিসিআই। ১০ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে মুস্তাক আলি টি-২০। তার আগে কেভিপি রাওয়ের পরিবর্ত পেয়ে যাবে বলে মনে করছে বিসিসিআই।

আরও পড়ুন:মহামেডানে টিডি শঙ্করলাল চক্রবর্তী

 

 

Previous articleকৃষি ভবনে কৃষি মন্ত্রীর সঙ্গে বৈঠকে কৃষক সভা
Next article“দিদির সঙ্গে আছি’ ফেসবুকে পোস্ট করে জানিয়ে দিলেন জিতেন্দ্র তিওয়ারি