Wednesday, November 5, 2025

‘বিশ্বসাথে’ যোগের কথা স্মরণ করে বিশ্বভারতীর শতবর্ষে টুইট মমতার

Date:

Share post:

বিশ্বভারতী(Visva Bharati) শতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে সেই অনুষ্ঠান শুরু হওয়ার আগেই এদিন সকালে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। টুইটে রবীন্দ্রনাথের গান উদ্ধৃত করে তিনি লিখলেন, ‘বিশ্বসাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও’। এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের(Rabindranath Tagore) চিন্তা ও দর্শনকে সংরক্ষণের কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী(Chief minister)।

১৯১০ সালে কবিগুরুর লেখা গান ‘বিশ্বসাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও’, গানটিকে উদ্ধৃত করে এদিন টুইটে মমতা লেখেন, ১০০ বছর পূর্ণ হল বিশ্বভারতীর। আদর্শ মানুষ গড়ার পথে রবীন্দ্রনাথের সবচেয়ে বড় এক গবেষণার ফসল এই শিক্ষা মন্দির। আমাদের উচিত এই মহান দার্শনিক চিন্তা ও তাঁর দর্শনকে সংরক্ষণ করা।’

আরও পড়ুন:আত্মনির্ভর ভারতের সূচনা কবিগুরুর কাছ থেকেই, বিশ্বভারতীর অনুষ্ঠানে বললেন মোদি

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে একাধিক বার রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিশ্বভারতী। সম্প্রতি বিশ্বভারতী ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার শতবর্ষ উপলক্ষে ভার্চুয়ালি বিশ্বভারতীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যপাল জগদীপ ধনকড় ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। শতবর্ষ উপলক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানোর জানানো হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেননি বলে জানা গিয়েছে। অবশ্য আগামী ২৮ ডিসেম্বর বোলপুর সফরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...