আত্মনির্ভর ভারতের সূচনা কবিগুরুর কাছ থেকেই, বিশ্বভারতীর অনুষ্ঠানে বললেন মোদি

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের(Vishva Bharati University) শতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী(Prime minister) তথা বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদি(Narendra Modi)। এদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে আত্মনির্ভর ভারতের(Atmonirvar Bharat) পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী। জানিয়ে দিলেন, আত্মনির্ভর ভারতের সূচনা কবি গুরুর কাছ থেকেই।

বৃহস্পতিবার ভার্চুয়াল বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বভারতী মানেই গুরুদেবের চিন্তন। দর্শনের সার্থক রূপ। কবিগুরুর এই প্রতিষ্ঠান দেশকে শক্তি জুগিয়েছে। স্বাধীনতা আন্দোলনেও বিশ্বভারতীর অবদান রয়েছে। নতুন ভারতের নির্মাণে বিশ্বভারতী কাজ করে গিয়েছে।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘দেশের জন্য বিশ্বভারতীর শতবর্ষ অত্যন্ত গৌরবের বিষয়। প্রকৃতির সঙ্গে মিলে অধ্যয়ন ও জীবনচর্যার অন্যতম উদাহরণ হল বিশ্বভারতী। এই বিশ্ববিদ্যালয় ভারতের শিক্ষাব্যবস্থাকে নতুন চেহারা দিয়েছে। জ্ঞানের এই আন্দোলনে উৎসাহ দিয়েছে।’

এরপরই বিশ্বভারতী আচার্য বলেন, ‘ভারতের পরম্পরা রাষ্ট্রবাদ বিশ্বের কাছে প্রচার করেছে গুরুদেবের বিশ্বভারতী। আত্মনির্ভর ভারতের সূচনা কবি গুরুর কাছ থেকেই। গুরুদেব আমাদের স্বদেশ সমাজের সঙ্কল্প দিয়েছিলেন। উনি আমাদের গ্রাম-কৃষি-বাণিজ্যকে আত্মনির্ভর দেখতে চেয়েছিলেন। ভারতকে মজবুত-আত্মনির্ভর তৈরি করতে গেলে সবাইকে প্রয়োজন।’ পাশাপাশি করোনা পরিস্থিতির জেরে পৌষ মেলা সম্ভব হয়নি এই বছর। পরিবর্তে এবার নিয়ম মেনে পৌষ উৎসব পালন করছে বিশ্বভারতী। পৌষ মেলার পক্ষে সওয়াল করে এদিন নরেন্দ্র মোদি বলেন, ‘পৌষ মেলা এবার বিশ্বভারতীতে হয়নি। পৌষ মেলা সরকারের ভোকাল ফর লোকাল স্লোগানের একটি আক্ষরিক রূপ।’ এরপরই বার্তা দিয়ে প্রধানমন্ত্রী জানান, ‘পৌষ মেলায় যাঁরা আসতে পারেননি, সেই শিল্পীদের নিয়ে উদ্যোগ নিন। এঁদের তৈরি পণ্য যাতে অনলাইনে বিক্রি করা যায়, তা দেখুন।’

আরও পড়ুন:‘বিজেপি-যোগ জানা ছিল বলেই দায়িত্ব কমানো হয় শুভেন্দুর’, মুখ খুললেন প্রশান্ত কিশোর

এর পাশাপাশি রবীন্দ্রনাথের সঙ্গে গুজরাটের যোগের কথাও এদিন স্মরণ করিয়ে দিয়ে নরেন্দ্র মোদি আরও বলেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথের সঙ্গে গুজরাটের যোগ রয়েছে তার লেখা ক্ষুধিত পাষাণ গল্পের একটি অংশ গুজরাটে থাকাকালীন লিখেছিলেন তিনি।’ উল্লেখ্য, পৌষ উৎসব ও বিশ্বভারতীর শতবর্ষ উপলক্ষে শান্তিনিকেতনে আসবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়।

Previous articleমৃত্যু কমলেও দেশে করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী
Next articleপুজারাকে নিয়ে বিশেষ পরিকল্পনা নেথানের