মৃত্যু কমলেও দেশে করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী

দেশে গত ২৪ ঘন্টায় ফের  ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের (corona infection) গ্রাফ। তবে একইসঙ্গে স্বস্তির খবর হল দৈনিক সংক্রমণ বাড়লেও দৈনিক মৃত্যুর সংখ্যা (death toll) হ্রাস পেয়েছে। দৈনিক সংক্রমিতের তুলনায় সুস্থ হওয়ার (recovery) সংখ্যাও বেশি। ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কম।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ( health ministry) পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় ভারতে ১০ লক্ষ ৩৯ হাজার ৬৪৫টি নমুনা পরীক্ষা (sample testing) করা হয়েছে। এই নিয়ে মোট ১৬ কোটি ৫৩ লক্ষ ৮ হাজার ৬৬৬ জনের নমুনা পরীক্ষা করা হল। নমুনা পরীক্ষায় নতুন করে ২৪ হাজার ৭১২ জনের শরীরে মারণ করোনাভাইরাসের সংক্রমণ সনাক্ত করা হয়েছে। গতকালের চেয়ে তা প্রায় হাজারখানেক বেশি। এই নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ১ লক্ষ ২৩ হাজার ৭৭৮। মৃত্যুসংখ্যা ১ লক্ষ ৪৬ হাজার ৭৫৬। সংক্রমণ বাড়লেও দেশে করোনা আক্রান্তদের সুস্থতার হার যথেষ্ট আশাপ্রদ। বস্তুত বিশ্বের মধ্যে ভারতেই সুস্থতার হার সর্বোচ্চ। গত ২৪ ঘন্টাতেও দৈনিক আক্রান্তের সংখ্যার চেয়ে সুস্থ হওয়ার সংখ্যা বেশি। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৯ হাজার ৭৯১ জন। এই নিয়ে এখনও পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৯৬ লক্ষ ৯৩ হাজার ১৭৩ জন।

 

Previous articleএবারও রাজ্য যোগাসনে চ্যাম্পিয়ন হয়ে বাজিমাত করলেন পল্লব
Next articleআত্মনির্ভর ভারতের সূচনা কবিগুরুর কাছ থেকেই, বিশ্বভারতীর অনুষ্ঠানে বললেন মোদি