Thursday, December 18, 2025

দিলীপর সঙ্গে মিলে মেদিনীপুরে ৩৫ আসন: নতুন স্লোগান তুলে দাবি শুভেন্দুর

Date:

Share post:

দল বদলের পরে তাঁর গড় বলে পরিচিত কাঁথিতে (Kanthi) প্রথম মিছিল-সভা করলেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। আর সেই সময় থেকে আগাগোড়া আক্রমণাত্মক অধিকারী বাড়ির মেজো ছেলে। শুধু তাই নয়, এক সময় যে বিজেপির (Bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip ghosh) বিরুদ্ধে সরব হয়েছিলেন শুভেন্দু, বৃহস্পতিবার সভা থেকে তাঁর সঙ্গে জোট বেঁধে দুই মেদিনীপুর মিলে মোট ৩৫টি আসন (Seat) পাওয়ার দাবি জানালেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির স্লোগান বেঁধে দিয়েছেন শুভেন্দু- “কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে”।

শুরু থেকেই এদিন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চড়া সুর শোনা গিয়েছে শুভেন্দু অধিকারী গলায়। তিনি বলেন, আগে পুলিশ দলদাস ছিল, এখন ক্রীতদাসে পরিণত হয়েছে। তাঁর দাবি, বিজেপি বিরাট একটা মহীরূহে পরিণত হয়েছে। বিজেপির ‘আর নয় অন্যায়’ কর্মসূচির অংশ হিসেবে প্রায় ৬ কিলোমিটার রোড শো ছিল শুভেন্দু অধিকারীর। এদিনের মিছিলের ভিড় দেখে তিনি বলেন, “আমার সিদ্ধান্ত ভুল ছিল না। আমি জনগণের সিলমোহর পেয়ে গিয়েছি”।

তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, “তারা বলছে একটা শুভেন্দু চলে গেলে কিছু যায় আসে না, তাহলে বারবার কেন আসছে মেদিনীপুরে”।

এরপরেই উপস্থিত বিজেপি নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, “এটা ট্রেলার দেখছেন। এখনও ক্লাইমেক্স বাকি আছে”।

নাম না করে মন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) বারবার আক্রমণ করেছেন শুভেন্দু। আর নাম করে আক্রমণ করেছেন সৌগত রায়কে (Sougata Ray)। কারণ তাঁরা দুজনেই বুধবার কাঁথিতে সভা করেছেন। সেই সভার ভিড়ও নেহাত কম নয়।

তিনি সাংসদ-মন্ত্রী থাকাকালীন পূর্ব মেদিনীপুর কিছু পায়নি বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এদিন সভা থেকেও তোলাবাজ ভাইপো হঠাও ধুঁয়ো তোলেন তিনি।

৭ তারিখে মুখ্যমন্ত্রীর পরেরদিন ৮ তারিখ নন্দীগ্রামে সভা করবেন শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে তৃণমূল নেত্রীর মন্তব্যের জবাব দেবেন বলেও জানিয়েছেন শুভেন্দু।

আরও পড়ুন- “দিদির সঙ্গে আছি’ ফেসবুকে পোস্ট করে জানিয়ে দিলেন জিতেন্দ্র তিওয়ারি

spot_img

Related articles

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...

২৯ ডিসেম্বরেই দুর্গাঙ্গনের শিলান্যাস, ঘোষণা মুখ্যমন্ত্রীর

২৯ ডিসেম্বর শিলান্যাস হবে দুর্গাঙ্গনের (Durgangan)। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে শিল্প কনক্লেভে মঞ্চ থেকেই শিলান্যাস অনুষ্ঠানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

মেদিনীপুর-বর্ধমান ম্যাচ ড্র, জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য হাওড়া-হুগলির

বেঙ্গল সুপার লিগের(Bengal Super League) ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল এফসি মেদিনীপুর এবং বর্ধমান ব্লাস্টার্স। দুই দলই জয়েই ফিরতে...