Thursday, December 25, 2025

মহামারি পরিস্থিতি সামলে দ্রুত চাঙ্গা হয়ে উঠছে দেশীয় অর্থনীতি: আরবিআই

Date:

Share post:

মহামারি পরিস্থিতি (pandamic situation) সামলে দ্রুত চাঙ্গা হয়ে উঠছে ভারতীয় অর্থনীতি(indian economy)। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (reserve bank of india) সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে এই দাবি করেছে। আরবিআইয়ের বক্তব্য, এখনও কিছু বাধাবিপত্তি আছে। তবে দ্রুত উন্নয়নের দিকেই এগোচ্ছে ভারতীয় অর্থনীতি।
আরবিআই জানিয়েছে, নভেম্বরের মূল্যায়ন রিপোর্ট অনুযায়ী, ভারতীয় অর্থনীতি যে কোভিড-১৯-এর( covid-19) পরিস্থিতি সামলে নিচ্ছে , এমন অসংখ্য প্রমাণ পাওয়া গিয়েছে। যে গতিতে দেশের অর্থনীতি এগোচ্ছে, তাতে অর্থনীতির উন্নয়ন নিয়ে করা ভবিষ্যৎবাণী মিলবে না। বরং আরবিআইয়ের আশা, চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকেই জিডিপি(GDP) ফের ধনাত্মক সংখ্যায় পৌঁছাবে।
এর নেপথ্যে আছে দেশ জুড়ে কোভিডের নিম্নগামী সংক্রমণ । এর ফলে জিডিপি-র উন্নতিতে তার প্রভাব পড়েছে বলে দাবি করেছে আরবিআই। দেশের শীর্ষ ব্যাঙ্কের রিপোর্টে বলা হয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই সংক্রমণের ঊর্ধ্বগতি কমাতে সক্ষম হয়েছে ভারত। কয়েকটি স্থানীয় এলাকা ছাড়া সপ্তাহের পর সপ্তাহ দেশের সংক্রমণের হার কমেছে। সুস্থতার হারও প্রায় ৯৫ শতাংশ হয়েছে। এই পরিস্থিতির সুফল অর্থনৈতিক ক্ষেত্রেও দেখা যাবে।
প্রসঙ্গত, করোনা মোকাবিলায় লকডাউনের (lockdown) ফলে গাড়ি শিল্প এবং ক্যাপিটাল গুডস সেক্টর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল। এই ক্ষেত্রগুলি দ্রত ঘুরে দাঁড়াবে বলে মনে করছে আরবিআই। স্বাস্থ্য পরিষেবা, তথ্য-প্রযুক্তি এবং ভোগ্যপণ্য সংস্থাগুলিও মুনাফার দিশা দেখাচ্ছে ।
পাশাপাশি, দেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে উৎপাদন এবং পরিষেবা সেক্টরের ক্ষমতাও কাজে আসবে। এমনকি, মার্কেটিংয়ে সংস্কারের ফলে দেশীয় সংস্থাগুলিও লাভবান হবে বলে দাবি আরবিআইয়ের।
যদিও একই সঙ্গে খুচরো পণ্যের বেলাগাম মূল্যবৃদ্ধিতে উদ্বিগ্ন শীর্ষ ব্যাঙ্ক। তারা জানিয়েছে, নভেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার খানিকটা কমে ৬.৯৩ শতাংশ হয়েছে। অবশ্য আরবিআইয়ের লক্ষ্যমাত্রা ছুঁতে বেশ বেগ পেতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে আরবিআই।

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...