Thursday, December 25, 2025

নোবেলজয়ীর প্রতি বিশ্বভারতীর আচরণে মর্মাহত “বোন” মমতার চিঠি “দাদা” অমর্ত্য সেনকে

Date:

Share post:

শান্তিনিকেতনে অর্মত্য সেনের(Amartya Sen) বাড়ির জমি বিতর্ক নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ৷ এছাড়াও শান্তিনিকেতনে ‘প্রতীচী’র জমি নিয়ে যে বিতর্ক তৈরি হচ্ছে, সেই বিষয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদকে শুক্রবার চিঠি লিখে তাঁর পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা। বাঙালি কৃতীকে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘অসহিষ্ণুতার বিরুদ্ধে আপনার লড়াইয়ের পাশে আছি ৷ বোনের মতো আপনার পাশে থাকব ৷’

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) শান্তিনিকেতনের বাড়ির জমি নিয়ে বিশ্বভারতীর অভিযোগ আপত্তিকর, অপমানজনক। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশ্বভারতীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে রয়েছে জটিলতা ৷ সম্প্রতি বিশ্বভারতীতে কেন্দ্রের শাসকদলের ঘনিষ্ঠ শিবিরের তরফে দাবি করা হয়েছে অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচী’ সংলগ্ন জমি আসলে বিশ্ববিদ্যালয়ের ৷ তা অবৈধভাবে দখল করা হয়েছে ৷ এই ঘটনায় নোবেল জয়ী বাঙালি অর্থনীতিবিদের ইচ্ছাকৃতভাবে নাম জড়িয়ে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চিঠিতে, সম্মানীয় অমর্ত্যদা বলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘শান্তিনিকেতনের সাম্প্রতিক কিছু ঘটনার কথা সংবাদমাধ্যম থেকে জেনে আমি হতভম্ব ৷ শান্তিনিকেতনের সঙ্গে আপনার শিকড়ের যোগসূত্র নিয়ে যে জঘন্য ইঙ্গিত করা হয়েছে তাতে আমি ব্যথিত ৷’ শান্তিনিকেতনের সঙ্গে অমর্ত্য সেনের সম্পর্ক কতটা গভীর তা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আপনার মাতামহ পণ্ডিত ক্ষিতিমোহন সেন ছিলেন শান্তিনিকেতনের শুরুর দিকের বাসিন্দাদের মধ্যে অন্যতম। আপনার বাবা প্রখ্যাত শিক্ষাবিদ এবং প্রশাসক আশুতোষ সেন ৷ প্রায় আট দশক আগে উনিই নির্মাণ করেছিলেন প্রতীচী।’

আরও পড়ুন- দুয়ারে সান্টা: উপহার স্বাস্থ্যসাথী কার্ড

 

 

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...