Monday, May 5, 2025

বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর (prime minister) একাধিক কর্মসূচিতেই উঠে আসছে বাংলার (bengal) উল্লেখ। নানাভাবে রাজনৈতিক আক্রমণের লক্ষ্য হচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (tmc)। ব্যতিক্রম হল না এদিনও। শুক্রবার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi) চড়া সুরে আক্রমণ করলেন মমতা (mamata) সরকারকে। কৃষকদের নিয়ে অনুষ্ঠানে দিল্লির কৃষক বিক্ষোভকে (farmers protest) কটাক্ষ করে বললেন, বাংলার কৃষকদের কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত করা হচ্ছে। তাহলে বাংলায় বিক্ষোভ না দেখিয়ে পাঞ্জাব, দিল্লিতে বিক্ষোভ দেখানো হচ্ছে কোন যুক্তিতে? প্রধানমন্ত্রী বলেন, গোটা দেশের সামনে জানাতে চাই, কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা থেকে একমাত্র বাংলার কৃষকদের বঞ্চিত করা হচ্ছে। সেটা নিয়ে কেউ কিছু বলছেন না। অথচ বিক্ষোভ দেখানো হচ্ছে এমন আইনের বিরুদ্ধে, যাতে কৃষকদের আর্থিক স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছে। মোদির কথায়, সরল কৃষকদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করছে কিছু দল, যারা জনগণের রায়ে পরাজিত। বস্তুত মোদি এদিন কৃষক বিক্ষোভ প্রসঙ্গে একইসঙ্গে তৃণমূল, (tmc) কংগ্রেস (congress) ও বামেদের (left) তীব্র আক্রমণ করেন।

কৃষি আইনের পক্ষে সওয়াল করতে গিয়ে এদিনও ফের পুরনো কথারই পুনরাবৃত্তি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বড়দিনে ভার্চুয়াল অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের বিজেপি সমর্থক কৃষকদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় তিনি বলেন, ‘চুক্তিভিত্তিক চাষ নিয়ে ভুল বোঝাচ্ছে কিছু মানুষ। বেসরকারি সংস্থা জমি নিয়ে নেবে বলে ভুল বুঝিয়ে কৃষকদের একাংশকে উসকে দেওয়া হচ্ছে। আমি স্পষ্ট করতে চাই, আপনাদের জমি কেউ ছিনিয়ে নিতে পারবে না। সরকার কৃষকদের স্বার্থেই নয়া আইন চালু করেছে। আর তার লাভ তুলবেন দেশের প্রতিটি কৃষক। এদিন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের ১৮ হাজার কোটি টাকার আর্থিক সাহায্য ৯ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে।

এদিনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, বাংলার কৃষকদের কাছে কেন্দ্রের সাহায্য পৌঁছতে দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজনৈতিক উদ্দেশ্যেই কিষাণ নিধি যোজনার সুফল পৌঁছতে দিচ্ছে না বাংলার সরকার। স্রেফ রাজনৈতিক উদ্দেশ্যে বাংলার ৭০ লক্ষ অন্নদাতাকে বঞ্চিত করা হয়েছে।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version