হাসপাতালে ভর্তি হলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত(Rajinikanth)। শুক্রবার সকালে শারীরে হঠাৎই অস্বস্তি শুরু হয় তাঁর। রক্তচাপের অস্বাভাবিক ওঠানামার সমস্যা নিয়ে হায়দরাবাদের (Hyderabad) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন রজনীকান্ত।

একটি বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘গত ১০ দিন ধরে হায়দরাবাদে একটি ছবির শ্যুটিং সারছিলেন রজনীকান্ত। সেটের কয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় আপাতত শ্যুটিং বন্ধ। গত ২২ ডিসেম্বর রজনীকান্তের করোনা পরীক্ষা করা হয়েছিল, রিপোর্ট নেগেটিভ এসেছে। এরপর থেকেই উনি আইসোলেশনে ছিলেন এবং ওঁনার সঠিকভাবে দেখভাল করা হচ্ছিল’। হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল।
হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে রজনীকান্তের আগামী ছবি ‘অন্নাথা’র (Annaatthe) শ্যুটিং চলছিল। কিন্তু শ্যুটিংয়ের সাত ক্রিউ মেম্বার করোনা আক্রান্ত হওয়ায় দু-দিন আগেই ছবির শ্যুটিং মাঝপথে বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন-‘ভাইপো নোবেল পাবেনই’, কেন এমন খোঁচা দিলেন বাবুল
