‘দুয়ারে সরকারে’র সাফল্য: স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে হাত জুড়ল মহিলার

রাজ্য সরকারের উদ্যোগে ‘দুয়ারে সরকার’ (Duware Sarkar) এর দ্বিতীয় পর্যায়ে স্বাস্থ্যসাথী কার্ড (SASTHI CARD) পেয়ে বিনামূল্যে পরিষেবা পেলেন এক সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা। জাঙ্গিপাড়া ব্লকের ফুরফুরা গ্রামের বাসিন্দা জিন্নাতুন ফিরদৌসী বেগম এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ভাঙা হাতের অপারেশন করান শিয়াখালার এক বেসরকারি নার্সিংহোমে (Nursinghome)।

3 ডিসেম্বর December) পর্যায়ে ‘দুয়ারে সরকার’ প্রকল্পে জাঙ্গিপাড়া (Jangipara) দক্ষিণডিহি হাইস্কুলে নাম নথিভুক্ত করান ফিরদৌসী বেগম। এরপর 20 ডিসেম্বর প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে হাতে স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে যান তিনি। হাতের হাড়ের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন ফিরদৌসী বেগম। টাকার সমস্যায় কারণে অপারেশন করতে পারছিলেন না। অবশেষে স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে সেই মুশকিল আসান হয়েছে মহিলার। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ফিরদৌসী বেগমের পরিবার।

Previous articleফের লকডাউন, লন্ডনে আটকে প্রিয়াঙ্কা
Next article‘ভাইপো নোবেল পাবেনই’, কেন এমন খোঁচা দিলেন বাবুল