Thursday, August 28, 2025

দলে যোগ দেওয়ায় শনিবার কলকাতায় শুভেন্দু-সংবর্ধনা বিজেপির

Date:

Share post:

গেরুয়া শিবিরে সামিল হওয়ার পর প্রথমবার কলকাতায় আসছেন বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)৷ সূত্রের খবর, আগামীকাল, শনিবার, কলকাতার হেস্টিংস এলাকার রাজ্য বিজেপি-র দফতরে প্রথমবার যাবেন শুভেন্দু। তবে, একা শুভেন্দু নন, তাঁর সঙ্গেই যাঁরা ১৯ তারিখ বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরা সবাই-ই আসবেন৷ ওইদিন তাঁদের সংবর্ধনা দেবে রাজ্য বিজেপি।

বিজেপি সূত্রের খবর, ওইদিন একটি গুরুত্বপূর্ণ বৈঠকও হবে৷ বৈঠকে দলে সদ্য আসা নেতারা কী ভাবে কাজ করবেন, কোন ফ্রন্টে কাজ করবেন, তা স্থির হবে। নবাগতদের অনেককে দলের বিভিন্ন শাখা সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে সেদিনই৷ বঙ্গ-বিজেপি সূত্রে খবর, শনিবার শুভেন্দুর সঙ্গেই বিজেপি-তে যোগ দেওয়া ৯ বিধায়ক, সাংসদ সুনীল মণ্ডল ও আলিপুরদয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকের কলকাতায় আসার কথা। এ ছাড়াও বিভিন্ন দল থেকে যে সব পদাধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদেরও হেস্টিংস অফিসে আমন্ত্রণ জানানো হয়েছে৷ বিজেপিতে নবাগত নেতাদের সংবর্ধনা দেওয়ার রীতি আছে৷ একইভাবে সংবর্ধিত করা হয়েছিলো মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায়কেও৷ এবার শুভেন্দু-সহ বাকিদের ‘বরণ’ করা হবে।
সূত্রের খবর, শুভেন্দু- সংবর্ধনায় থাকবেন কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। নন্দীগ্রামে ৭ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পরদিন, ৮ জানুয়ারি, একই জায়গায় বিজেপি-র সমাবেশ হবে বলে ঘোষণা করেছেন শুভেন্দু। সেই সভার প্রস্তুতি নিয়েও আলোচনা হতে পারে শনিবারের বৈঠকে।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...