অর্জুন সিং মাফিয়া, ওকে আমিও ভয় পাই! কেন এমন বললেন ফিরহাদ হাকিম?

হেস্টিংসে বিজেপি (BJP) অফিসের আজ, শনিবার এক সংবর্ধনা ও উচ্চপর্যায়ের বৈঠক ছিল। সেখানে সদ্য তৃণমূলত্যাগী সাংসদ সুনীল মন্ডলের (Sunil Mondal) গাড়ি আটকানোর ও হেনস্থার অভিযোগ তোলে বিজেপি। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, “ওখানে কী হয়েছে জানি না। তবে আমার কাছে খবর, সুনীল মন্ডলের গাড়ির যা হয়েছে, সেটা বিজেপির তফশিলি কোনও সংস্থা করেছে। তৃণমূলের সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই। ববি হাকিমের কাজ নেই যে পচা পার্টি অফিসে কে যাচ্ছে, না যাচ্ছে, দেখব। ওসব শুভেন্দু ও অর্জুন জানে, আমি নিচু রাজনীতি করি না।”

এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। তাঁর কথায়, “পুলিশই এসব করাচ্ছে। মমতা ব্যানার্জি গণতান্ত্রিকভাবে মানুষকে থাকতে দেবে না। রাজনীতি করতে দেবে না। এসব চলতে থাকলে আমাদেরও এবার অগণতান্ত্রিকভাবে জবাব দিতে হবে।”

এরপরই অর্জুন সিংয়ের উদ্দেশে কটাক্ষ করে ফিরহাদ (Firhad Hakim) বলেন, “অর্জুন বলেছে অগণতান্ত্রিক উপায়ে জবাব দেবে। তা সে দিতে পারে। ও মাফিয়া। আমি নিজেও ওকে ভয় পাই। আমি ওকে বলব, আমাকে যেন না মারে।”

আরও পড়ুন-কমেনি ক্ষোভ: শিলিগুড়িতে বিক্ষুব্ধ বিজেপিদের অনুষ্ঠান

Previous article২০২১-এর মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ
Next articleদীর্ঘ বাইক মিছিল নিয়ে নিহতের পরিবারকে ভরসা কোচবিহারের তৃণমূল যুব সভাপতির