কমেনি ক্ষোভ: শিলিগুড়িতে বিক্ষুব্ধ বিজেপিদের অনুষ্ঠান

সদ্য অন্য দল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের নিয়ে যে পুরনো বিজেপি (Bjp) নেতা-কর্মীদের সমস্যা আছে, তা আগেই বোঝা গিয়েছে। এমনকী এই টানাপোড়েনে জিতেন্দ্র তিওয়ারির মতো তৃণমূল (Tmc) নেতা আর বিজেপিতে যেতে সাহস করেননি বলে ধারণা রাজনৈতিক মহলের। এই নিয়ে শোকজের মুখে পড়তে হয়েছে সায়ন্তন বসু (Sayantan Basu) থেকে অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)কে। কিন্তু তাও বিজেপি-র অন্দরে ক্ষোভ যে কমেনি প্রমাণ মিলল শিলিগুড়িতে (Siliguri)। আটাশ তারিখ সেখানে বিজেপির আমরা বিজেপি কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীয়ের (Atal Bihari) জন্মদিন উপলক্ষে ওই কর্মসূচির আয়োজন করা হয়েছে। শিলিগুড়ির বর্ধমান রোডে হবে অনুষ্ঠান। কিন্তু দলীয় সূত্রে খবর, এটা আসলে বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী এই অনুষ্ঠানের আয়োজক। ‘আমরা সবাই বিজেপি’ নাম দিয়ে শহরের বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছে।

জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক সঞ্জীব শিকদার (Sanjiv Shikdar) জানান, বিজেপিতে এখন অনেক বাইরের লোক ভিড় করছেন, যাঁরা একসময় বিজেপির উপরে অত্যাচার চালিয়েছেন। সেই কারণে পুরনো বিজেপিরা অটল বিহারী বাজপেয়ী স্মৃতির এই দিনটি পালন করে নিজেদের অস্তিত্ব প্রমাণ দেওয়ার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-হেস্টিংসে শুভেন্দুকে লক্ষ্য করে মুর্দাবাদ-গদ্দার স্লোগান

Previous articleহেস্টিংসে শুভেন্দুকে লক্ষ্য করে মুর্দাবাদ-গদ্দার স্লোগান
Next articleশান্তি-উন্নয়নের জন্য পরিবর্তন: বিমল-অনীতদের মিছিলে নজরকাড়া ভিড়