৪ মাসে বিজেপির সঙ্গ ছাড়ল ৪ সঙ্গী, ৬ বছরে এনডিএ ত্যাগী দলের সংখ্যা মোট ১৯

কেন্দ্রীয় কৃষি আইনের(Farm law) জেরে কৃষকদের বিক্ষোভ আন্দোলনে উত্তাল দিল্লির সীমান্ত(Delhi border)। অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার করতে হবে এই দাবিতে অনড় কৃষকরা। টানা আন্দোলনের জেরে সরকারের চাপ বাড়লেও নরেন্দ্র মোদি(Narendra Modi) সরকারের গাছাড়া মনোভাবের কারণে শনিবার বিজেপির সহযোগী দল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (RLP) সঙ্গ ছাড়ল এনডিএর। আরএলপির(RLP) অধ্যক্ষ হনুমান প্রসাদ বেনওয়াল নিজেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয় একথা জানান। এর ফলে গত চার মাসে এই নিয়ে চারটি দল এনডিএর(NDA) সঙ্গ ত্যাগ করল। গত সেপ্টেম্বর মাসেই কৃষি আইন এর বিরোধিতায় বিজেপির(BJP) সবচেয়ে পুরনো সঙ্গী শিরোমনি আকালি দল এনডিএ ছেড়েছিল। এমনকি মোদি সরকারের(Modi government) মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন হারসিমরত কৌর।

তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বর মাসে আকালী দলের পর অক্টোবর মাসে পি সি থমাসের নেতৃত্বাধীন ‘কেরল কংগ্রেস’ দল এনডিএর সঙ্গ ছাড়ে। ডিসেম্বর মাস আসতে আসতে অসমের বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট বিজেপি সরকারের বিরোধিতা করে রীতিমতো তোপ দেগে এনডিএ ত্যাগ করে। এরপর আরএলপি এনডিএর সঙ্গে ছাড়ায় গত চার মাসে চার সঙ্গীকে হারাল মোদি-শাহর দল। সব মিলিয়ে ২০১৪ সালের পর বর্তমানে এনডিএর সহযোগী দল হিসেবে রয়েছে মাত্র ১৬ টি রাজনৈতিক দল। অর্থাৎ গত ছয় বছরে ১৯ টি দল এনডিএ ছেড়ে বেরিয়ে গিয়েছে। অবশ্য এমন কিছু রাজনৈতিক দল রয়েছে যারা সাম্প্রতিক সময়ে এনডিএর হাত ধরেছে। যে তালিকা রয়েছে বিহারে জিতন রাম মাঝির ‘হম’। মুকেশ সাহনির ‘বিআইপি’ এবং অসমের ইউনাইটেড পিপলস পার্টি।

আরও পড়ুন:চেন্নাইয়ানের বিরুদ্ধে জয়কেই পাখির চোখ হাবাসের, লিগ টেবিলে শীর্ষে যেতে মরিয়া বাগান ব্রিগেড

প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি বৃহত্তর এনডিএ সংগঠনকে সঙ্গে নিয়ে দিল্লির মসনদ দখল করে। তবে সময় যত গড়াতে থাকে বিক্ষুব্ধদের সংখ্যা ততই বাড়তে থাকে মোদি শাহের আঙিনায়। সবার প্রথম এনডিএ ছাড়ে ‘হরিয়ানা জনহিত কংগ্রেস’। ২০১৪ সালেই বিজেপিকে তামিল বিরোধী বলে এনডিএ ছাড়ে MDMK। ২০১৬ সালে তামিলনাড়ুর DMDK ও PMK এনডিএ ছাড়ে। বিপদ ধাপে ধাপে এনডিএ ছাড়তে দেখা যায় জনসেনা, রিভলিউশনারি সোশালিস্ট, স্বাভিমান পক্ষ শিবসেনা সহ একের পর এক সঙ্গী। সব মিলিয়ে ৬ বছরে এনডিএ ত্যাগী দলের সংখ্যা দাঁড়াল ১৯ টি।

Previous articleতৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত ৮ জন
Next articleমোদির মন কি বাত অনুষ্ঠান চলাকালীন থালা বাজিয়ে প্রতিবাদ কৃষকদের