Wednesday, May 7, 2025

ফের ক্ষুব্ধ দিনহাটার বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)। আবার ফেসবুকে একটি পোস্ট করে খোঁচা দিলেন তৃণমূল (TMC) রাজ্য নেতৃত্বকে। তিনি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন,” গতকাল রাজ্যস্তরের নেতা সাংগঠনিক আলোচনার জন্য দিনহাটায় এসেছিলেন,বিধায়ক ,তিন ব্লক সভাপতি,শহর নেতৃত্বের বড় অংশ,ওয়ার্ড সভাপতিরা কেউ জানেন না। কেমন সাংগঠনিক আলোচনা??
24th এবং আজ গো-নয়ারহাট অঞ্চলে বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি পালন করতে গিয়ে যে তিক্ত অভিজ্ঞতা হলো সেটাও তুলে ধরলাম।রাজ্য নেতারা খুব ব্যস্ত বলে ফেসবুকে তুলে ধরলাম। আপাতত আমার কর্মসূচি স্থগিত রাখলাম। আশা করি সমস্যার সমাধান হবে।
আমি কিন্তু কোনও ভাবেই বেসুরো নই।”

শনিবার উদয়ন গুহ নিজের এলাকা গো-নয়ারহাট অঞ্চলে ‘বঙ্গধ্বনি যাত্রা’ কর্মসূচিতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছেন তিনি। তা জানিয়ে ফেসবুক পোস্টে কার্যত কটাক্ষ করেছেন শীর্ষ নেতৃত্বকে। রাজনৈতিক বিশেষজ্ঞ একাংশের মত, উদয়ন গুহর এই ফেসবুক পোস্টের নিশানায় তৃণমূলের রাজ্য সহ-সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

জানা যাচ্ছে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh) শুক্রবার দিনহাটায় তৃণমূলের কার্যালয় গিয়েছিলেন। সেখানে তিনি সাংগঠনিক বৈঠক। তবে সেই বৈঠকে স্থানীয় বিধায়ক উদয়ন গুহ এবং অন্যান্য ব্লক সভাপতিরা ডাক পাননি। তাতেই আপত্তি উদয়নের। এরপর দলের এক কর্মীকে হুমকি দিয়েছে গোবরাছড়া-নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেও অভিযোগ পান তিনি। এরপর শনিবার বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচিতে গিয়ে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়তে হয় বিধায়ককে। বাধ্য হয়ে তিনি কর্মসূচি স্থগিত করে ফিরে আসেন।

আরও পড়ুন-রবিবার শুভেন্দুর কর্মসূচির পাল্টা সোমবার দাঁতনে তৃণমূলের সভা

 

Related articles

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...

দিলীপ নিয়ে দলবদলু নেতাদের মুখে কুলুপের নির্দেশ বিজেপির, বৈঠকে ডাক পাননি প্রাক্তন রাজ্য সভাপতি

প্রথমে বিয়ে। তারপর সস্ত্রীক রাজ্য সরকারের আমন্ত্রণ রক্ষার্থে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনে উপস্থিতি। আর এই নিয়েই বিজেপির প্রাক্তন...
Exit mobile version