Saturday, August 23, 2025

তৃণমূল কংগ্রেস (TMC)-বিজেপি (BJP) সংঘর্ষে উত্তপ্ত বর্ধমানের নীলপুর। ঘটনায় আহত হয়েছেন ৮ জন। তাঁরা দুই পক্ষের কর্মী। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। দুই পক্ষেরই অভিযোগ, তাঁদের পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বর্ধমান (Bardhaman) শহরের নীলপুরের ১২ নম্বর ওয়ার্ডে সংঘাতে জড়ায় তৃণমূল-বিজেপি দুই দলই। ব্যাপক সংঘর্ষের পর র‍্যাফ ও বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির অভিযোগ, বিজেপি কর্মীরা দলীয় পতাকা লাগাতে গেলে তা ছিঁড়ে দেওয়া হয়। এর প্রতিবাদ করলে বিজেপি কর্মীদের উপর লাঠি, রড নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই সংঘর্ষে জখম হয়েছেন ৬ জন বিজেপি কর্মী। এই ঘটনায় বিজেপি যুব নেতা শুভম নিয়োগী দাবি করেন, তৃণমূলের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। তাদের কর্মীরা নানা এলাকায় শক্তিকেন্দ্র খুলেছেন সংগঠনের প্রসার ঘটাতে। এতে বিচলিত হয়ে বারবার হামলা চালাচ্ছে টিএমসি। তাঁরা গণতান্ত্রিকভাবে এর প্রতিবাদ জানাবেন।

এই অভিযোগের পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। লাঠি, রড দিয়ে দু’জন কর্মীকে মারধরও করা হয়। এই ঘটনায় জেলা যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদারের দাবি, বিজেপির কোনও সংগঠন নেই। কোনও কর্মী নেই। ওদের কোনও দলীয় কার্যালয় নেই নীলপুরে। সবাই তৃণমূলে যোগ দিচ্ছে। তাতেই ওরা ভয় পেয়েছে। ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।

আরও পড়ুন-বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পাশে থাকার বার্তা দিল শিবসেনা

Related articles

কালা আইনের জন্য JPC একটা নাটক: তৃণমূলের কেউ থাকবে না কমিটিতে

তৃতীয় মোদি সরকারের জমানায় যতগুলি আইন পাশের জন্য বিল এসেছে, বিরোধীদের চাপে পড়ে সেগুলি সংসদের যৌথ সংসদীয় কমিটিতে...

অসুস্থ রুক্মিণী, পাশে নেই দেব !

ভালো নেই টলিউডের 'বিনোদিনী'(Binodini)। গ্ল্যামার হারিয়ে চোখে মুখে শুধুই অসুস্থতার ছাপ। দশ বছর আগের ছবি মুক্তি ঘিরে প্রাক্তনের...

স্কুলে ঢুকে হুমকি! ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও শ্রমিক নেতার অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম মালদহ

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে ঢুকে হুমকির অভিযোগে কাঠগড়ায় তৃণমূলের (TMC) শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি। অভিযোগ,...

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...
Exit mobile version