Friday, January 9, 2026

কোন অপরাধে সৌমেন্দুকে সরানো হলো, জানতে মমতাকে চিঠি সাংসদ দিব্যেন্দুর

Date:

Share post:

“কী অপরাধ করেছে কাঁথি পুরসভার প্রশাসক সৌম্যেন্দু অধিকারী, যে হঠাৎ তাঁকে পদ থেকে সরানো হল? ”

মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এই প্রশ্নের উত্তর জানতে চাইছেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী৷ চিঠির মাধ্যমে একইসঙ্গে জানতে চাওয়া হচ্ছে, ‘‘সৌম্যেন্দু তৃণমূলেই আছে। দল ছাড়বে, এমন কথা কোথাও বলেনি। তা হলে ওকে হঠাৎ সরিয়ে দেওয়া হল কেন?” বৃহস্পতিবার, ৩১ডিসেম্বর এই চিঠি দলনেত্রীকে পাঠাবেন বলে জানিয়েছেন দিব্যেন্দু৷ তমলুকের সাংসদ বুধবার বলেছেন, ” সৌমেন্দুর অপরাধ জানতে এবং এ ব্যাপারে ন্যায়বিচার চেয়েই আমি আমার দলনেত্রীকে চিঠি দিচ্ছি৷”

সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু এদিন স্পষ্ট জানিয়েছেন, “যতদিন না ন্যায়বিচার মিলছে, ততদিন আমি এবং শিশির অধিকারী কাঁথি পুরসভা ভবনে পা রাখবেন না”৷ পুরভবনে পা রাখবেন না ওই পুরসভার প্রাক্তন প্রধান প্রশাসক সৌম্যেন্দুও।

প্রসঙ্গত, রাজ্য পুর দফতর মঙ্গলবার এক নির্দেশিকা জারি করে শুভেন্দু অধিকারীর আর এক ভাই সৌম্যেন্দুকে কাঁথি পুরসভার প্রশাসকের পদ থেকে সরিয়ে দেয়৷ এই অপসারণের পরই দিব্যেন্দু মন্তব্য করেন, “সৌমেন্দুকে সরিয়ে যাঁকে প্রধান প্রশাসক পদে আনা হয়েছে, তিনি এলাকার ভোটারই নন৷ এই সিদ্ধান্তের বিরোধিতা করছি।” দিব্যেন্দু বলেন, “আমি তৃণমূল সাংসদ। বাবা তৃণমূলের জেলা সভাপতি। দিদির প্রতি আমাদের আস্থা রয়েছে। কিন্তু কেন সৌমেন্দুকে সরানো হলো, সেই উত্তরটাই তো কেউ দিচ্ছেনা”৷ অধিকারী পরিবার সূত্রে জানা গিয়েছে, এর পরেও নতুন প্রশাসক বসানো হলে অধিকারী পরিবারের কেউই আর পুরভবনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷

ওদিকে, কেন সৌম্যেন্দুকে সরানো হলো তার কারন ব্যাখ্যা করে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, “পুরসভার কাজ হচ্ছিলো না বলে একের পর এক অভিযোগ আসায় প্রশাসক বদল করা হয়েছে”৷

আরও পড়ুন- কৃষি আইনের বিরুদ্ধে রায়!‌ হরিয়ানার পুরসভা ভোটে ধরাশায়ী বিজেপি, বাজিমাত কংগ্রেসের

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...