ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে বাংলাদেশ

খায়রুল আলম, ঢাকা

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরের জন্য ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে বাংলাদেশ। কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। যার ক্রয়মূল্য ১৬৮ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৪০০ টাকা। চাল সাপ্লাই করবে বীরভূমের এমএসপিকে এগ্রি লিংক প্রাইভেট লিমিটেড।

প্রতি মেট্রিকটন চালের দাম ৩৯৭.৭১ মার্কিন ডলার।
আর প্রতিকেজি চালের মূল্য বাংলাদেশি টাকায় ভ্যাট ছাড়া ৩৩.৭২ টাকা।

এর আগে গত ৩ ও ৯ ডিসেম্বর আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরে জন্য ৫০ হাজার করে এক লাখ টন নন-বাসমতি সিদ্ধ চাল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। তখন প্রতি কেজি চালের দাম ধরা হয়েছিল ৩৪ টাকা ২৮ পয়সা ও ৩৫ টাকা ২৭ পয়সা। আর প্রতি টনে ক্রয়মূল্যে যথাক্রমে ৪০৪.৩৫ ও ৪১৬ মার্কিন ডলার। এছাড়া সুপারিশ করা দরদাতা হচ্ছে ভারতের মুম্বাইয়ের এমএস রিকা গ্লোবাল ইমপ্যাক্টস লিমিটেড ও পশ্চিমবঙ্গের বীরভূমের এমএসপিকে এগ্রি লিংক প্রাইভেট লিমিটেড।

আরও পড়ুন- গেরুয়া শিবিরে যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই শাহিনবাগের “বন্দুকবাজ”-কে তাড়ালো বিজেপি

Previous article১৯ ও ২০ জানুয়ারি বাংলায় আসছেন অমিত শাহ, মতুয়া ভোটের লক্ষ্যে সভা বনগাঁয়
Next articleবাড়ল আয়কর রিটার্ন ফাইল করার সময়সীমা