Friday, December 26, 2025

নিজের বিধানসভা কেন্দ্রে দলের কর্মসূচিতে ডাক পেলেন না জিতেন্দ্র তিওয়ারি

Date:

Share post:

পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে৷

আসানসোল তথা পাণ্ডবেশ্বরের দলীয় কর্মসূচি থেকে এবার সরাসরি ছেঁটে ফেলা হলো জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari)৷ তৃণমূল (TMC) আগেই সিদ্ধান্ত নিয়েছিলো, তিওয়ারি দলে থাকলেও যে সব পদ থেকে তিনি ইস্তফা দিয়ছেন, তা ফেরত দেওয়ার প্রশ্নই নেই। পদ ফিরেও পাননি তিনি৷

এবার দলের আরও স্পষ্ট
সঙ্কেত পেলেন জিতেন্দ্র তিওয়ারি৷

আগামী ২ জানুয়ারি তিওয়ারির নিজের বিধানসভা কেন্দ্র পাণ্ডবেশ্বরে পশ্চিম বর্ধমান মহিলা তৃণমূলের সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে।সম্মেলনে থাকবেন সংগঠনের চেয়ারপার্সন চন্দ্রিমা ভট্টাচার্য। সেই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে জেলার প্রায় সব তৃণমূল নেতার নাম থাকলেও ছাপা হয়নি স্থানীয় বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির নাম৷ নিজের বিধানসভা কেন্দ্রে মহিলা তৃণমূলের সম্মেলনে ডাক না পাওয়ার পরে সংযত মন্তব্য করেছেন জিতেন্দ্রবাবু। তিনি বলেছেন, “আমি হঠাৎ দল ছাড়ায় একটা অনাস্থার পরিবেশ তৈরি হয়েছে। এটা ঠিক হতে একটু সময় লাগবে। দলের হয়ে কয়েকটি কর্মসূচির আয়োজন করলেই ধীরে ধীরে আস্থা ফিরবে। তখন নামও থাকবে।”

ওদিকে, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মিনতি হাজরা বলেছেন, “দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই বিধায়কের নাম বাদ দেওয়া হয়েছে৷ চন্দ্রিমা ভট্টাচার্য সব জানেন। কাউকে আসতে বারণ করা হয়নি। জিতেন্দ্রবাবু দলে থাকলে উনি সভায় আসতেই পারেন।”
গত ১৭ ডিসেম্বর দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিধায়ক পদ বাদ দিয়ে অন্য একাধিক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তখন তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে৷ এর পরই কলকাতায় এসে তিওয়ারি বৈঠক করেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ( Arup Biswas) সঙ্গে। জানান, ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে। তিনি তৃণমূলেই আছেন৷

একথা বলার পরেও জিতেন্দ্রর চলাফেরা নিয়ে দলে ধোঁয়াশা তৈরি হয়। গত সপ্তাহে তিনি ফেসবুকে পোস্ট করেন, “রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু হয় না।” গত মঙ্গলবার কলকাতায় যে হোটেলে বিজেপি (BJP) নেতারা বৈঠকে বসেছিলেন, সেখানে হাজির হন জিতেন্দ্র তিওয়ারি। সব মিলিয়ে জল্পনা বাড়িয়েই চলছেন তিওয়ারি।

আর তারপরেই ‘প্রত্যাঘাত’ দলের৷ নিজের বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত দলীয় সম্মেলনের কার্ডে নিখোঁজ জিতেন্দ্রর নাম৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, স্পষ্ট বার্তা পেলেন জিতেন্দ্র তিওয়ারি৷ এবার তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে তিনি কী করবেন৷

আরও পড়ুন:ছত্রধরকে সঙ্গে নিয়ে ৭ জানুয়ারি নেতাইয়ে সভা করবেন মদন মিত্র

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...