Friday, December 5, 2025

নিজের বিধানসভা কেন্দ্রে দলের কর্মসূচিতে ডাক পেলেন না জিতেন্দ্র তিওয়ারি

Date:

Share post:

পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে৷

আসানসোল তথা পাণ্ডবেশ্বরের দলীয় কর্মসূচি থেকে এবার সরাসরি ছেঁটে ফেলা হলো জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari)৷ তৃণমূল (TMC) আগেই সিদ্ধান্ত নিয়েছিলো, তিওয়ারি দলে থাকলেও যে সব পদ থেকে তিনি ইস্তফা দিয়ছেন, তা ফেরত দেওয়ার প্রশ্নই নেই। পদ ফিরেও পাননি তিনি৷

এবার দলের আরও স্পষ্ট
সঙ্কেত পেলেন জিতেন্দ্র তিওয়ারি৷

আগামী ২ জানুয়ারি তিওয়ারির নিজের বিধানসভা কেন্দ্র পাণ্ডবেশ্বরে পশ্চিম বর্ধমান মহিলা তৃণমূলের সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে।সম্মেলনে থাকবেন সংগঠনের চেয়ারপার্সন চন্দ্রিমা ভট্টাচার্য। সেই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে জেলার প্রায় সব তৃণমূল নেতার নাম থাকলেও ছাপা হয়নি স্থানীয় বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির নাম৷ নিজের বিধানসভা কেন্দ্রে মহিলা তৃণমূলের সম্মেলনে ডাক না পাওয়ার পরে সংযত মন্তব্য করেছেন জিতেন্দ্রবাবু। তিনি বলেছেন, “আমি হঠাৎ দল ছাড়ায় একটা অনাস্থার পরিবেশ তৈরি হয়েছে। এটা ঠিক হতে একটু সময় লাগবে। দলের হয়ে কয়েকটি কর্মসূচির আয়োজন করলেই ধীরে ধীরে আস্থা ফিরবে। তখন নামও থাকবে।”

ওদিকে, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মিনতি হাজরা বলেছেন, “দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই বিধায়কের নাম বাদ দেওয়া হয়েছে৷ চন্দ্রিমা ভট্টাচার্য সব জানেন। কাউকে আসতে বারণ করা হয়নি। জিতেন্দ্রবাবু দলে থাকলে উনি সভায় আসতেই পারেন।”
গত ১৭ ডিসেম্বর দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিধায়ক পদ বাদ দিয়ে অন্য একাধিক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তখন তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে৷ এর পরই কলকাতায় এসে তিওয়ারি বৈঠক করেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ( Arup Biswas) সঙ্গে। জানান, ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে। তিনি তৃণমূলেই আছেন৷

একথা বলার পরেও জিতেন্দ্রর চলাফেরা নিয়ে দলে ধোঁয়াশা তৈরি হয়। গত সপ্তাহে তিনি ফেসবুকে পোস্ট করেন, “রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু হয় না।” গত মঙ্গলবার কলকাতায় যে হোটেলে বিজেপি (BJP) নেতারা বৈঠকে বসেছিলেন, সেখানে হাজির হন জিতেন্দ্র তিওয়ারি। সব মিলিয়ে জল্পনা বাড়িয়েই চলছেন তিওয়ারি।

আর তারপরেই ‘প্রত্যাঘাত’ দলের৷ নিজের বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত দলীয় সম্মেলনের কার্ডে নিখোঁজ জিতেন্দ্রর নাম৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, স্পষ্ট বার্তা পেলেন জিতেন্দ্র তিওয়ারি৷ এবার তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে তিনি কী করবেন৷

আরও পড়ুন:ছত্রধরকে সঙ্গে নিয়ে ৭ জানুয়ারি নেতাইয়ে সভা করবেন মদন মিত্র

spot_img

Related articles

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই আনন্দপুরের গুলশন কলোনির রংয়ের গুদাম

ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire) কলকাতার (Kolkata) বাইপাস সংলগ্ন আনন্দপুরের গুলশন কলোনিতে। শুক্রবার সকাল ১০ টা নাগাদ এলাকার একটি...

ফুটবলের মধ্য দিয়েই লক্ষ্য জনসংযোগ বৃদ্ধি, হুমায়ুন উদ্যেগে ডেবরায় এমএলএ কাপ

বাংলায় ফুটবল প্রতিভার অভাব নেই। শহর-গ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রতিভাবান ফুটবলাররা। স্থানীয়  ফুটবল প্রেমীদের উৎসাহ দিতে প্রতি বছরের...

পশ্চিমী শীতল হাওয়ায় দক্ষিণবঙ্গে পারদ পতনের পূর্বাভাস

ঘূর্ণাবর্তের বাধা কেটে এবার পশ্চিমী শীতল হাওয়া ঢুকবে দক্ষিণবঙ্গ (South Bengal)। ফলে তাপমাত্রার পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর...

রেপো রেট কমাল RBI: স্বস্তিতে ঋণগ্রহীতারা, চিন্তিত আমানতকারীরা

বছরের শেষে বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের (RBI)। শুক্রবার সকালে Repo rate ২৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন...