টিকা এলেও কোভিড বিধিতে ঢিলেমি নয়, সাবধান করলেন প্রধানমন্ত্রী

কোভিডের টিকা (covid vaccination)এলেও সকলকে সাবধান থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(prime minister Narendra Modi)। বৃহস্পতিবার গুজরাটের(Gujarat) রাজকোটে এইমসের(aims) ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর সতর্কবার্তা ‘দাওয়াই ভি, কড়াই ভি’। অর্থাৎ সাবধানতায় ঢিলেমি দেওয়া চলবে না।

দেশবাসীর উদ্দেশ্য এদিন প্রধানমন্ত্রী বলেন ২০২০ সাল শিখিয়েছে ‘স্বাস্থ্যই সম্পদ’। এ বছরের মন্ত্র ছিল তবে তক দাওয়াই নেহি, তবে তক ঢিলাই নেহি।’

উল্লেখ্য ভারতে এবার টিকাকরণের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে চলছে। নতুন বছরের প্রথম দিনেই যাতে টিকায় ছাড়পত্র দেওয়া যায় তা নিয়ে বৈঠকে বসছে বিশেষজ্ঞ কমিটি। তিনটি প্রতিষেধক সংস্থা সংস্থা ইতিমধ্যে ছাড়পত্র পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে । প্রধানমন্ত্রীর আশা আগামী বছর বিশ্বের স্বাস্থ্য ক্ষেত্রকে শক্তিশালী করলে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন – বিজেপি যোগের জল্পনার মাঝেই এবার সৌরভের জমি ফেরত নিচ্ছে রাজ্য

এদিন বলে ভারতের বিশ্বের সবচেয়ে বড় গণ টিকাকরণের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রীর অনুরোধ দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর অনুরোধ দায়িত্ববান ও সচেতন নাগরিক হিসেবে কোনরকম গুজবে কান দেবেন না সোশ্যাল মিডিয়ায় না বুঝে মেসেজ ফরওয়ার্ড করবেন না।

Previous articleবছরের শেষ দিনে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা সংসদ
Next articleপিছিয়ে দেওয়া হল মহিলাদের ভারত-অস্ট্রেলিয়া সিরিজ