পিছিয়ে দেওয়া হল মহিলাদের ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

পিছিয়ে দেওয়া হল মহিলাদের ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ( india vs australia series) । ২০২১ সালে অস্ট্রেলিয়াতে ( Australia ) হওয়ার কথা ছিল এই সিরিজ। কিন্তু অস্ট্রেলিয়ায় করোনার ( Covid 19) প্রোকপ বেড়ে যাওয়ায় আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছে পুরুষ ভারতীয়( India team) দল। তাদের খেলায় কোন অসুবিধা না হলেও, মহিলা দলের খেলায় যত অসুবিধা। তাই পিছিয়ে দেওয়া হয় এই সিরিজ। এই নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তা নিক হলিক বলেন, “আগামী মরশুমে দারুণ উত্তেজক সিরিজ হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। সমর্থকদের জন‍্য দারুণ এক লড়াই হতে চলেছে।”

করোনার কারনে মার্চ মাসে বিশ্বকাপের পর আর দেশের জার্সিতে মাঠে নামেনি প্রমিলা ব্রিগেডরা। করোনার সংক্রমণের কথা মাথায় রেখেই পিছিয়ে দেওয়া হয় মহিলা ভারত-অস্ট্রেলিয়ার সিরিজ।

আরও পড়ুন:আইসিসির টেস্ট র‍্যাঙ্কিং এ শীর্ষে উইলিয়ামসন, দ্বিতীয় বিরাট কোহলি

Previous articleটিকা এলেও কোভিড বিধিতে ঢিলেমি নয়, সাবধান করলেন প্রধানমন্ত্রী
Next articleফিরে দেখা ২০২০ : হারিয়ে গেলেন যেসব নক্ষত্ররা