‘কটাক্ষ’ এখন অতীত, জিতেন্দ্র তিওয়ারির প্রশংসায় পঞ্চমুখ বাবুল সুপ্রিয়

কটাক্ষ, সমালোচনা, আপত্তি এখন অতীত৷

এবার বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) মুখে জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) প্রশংসা।

কয়েকদিন আগে পর্যন্ত যাকে দলে নেওয়া নিয়ে প্রবল আপত্তি তোলেন বাবুল, সেই জিতেন্দ্র তিওয়ারিকে কার্যত ‘কাজের মানুষ’ -এর স্বীকৃতি দিলেন এই কেন্দ্রীয় মন্ত্রী।

অন্ডালে বিজেপির ‘‌আর নয় অন্যায়’‌ কর্মসূচিতে অংশ নিয়ে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় খাঁন্দরা বটতলা বাসস্ট্যান্ডে সভা করেন। সেখানেই বাবুল আসানসোলের উন্নয়ন নিয়ে রাজ্য সরকারকে বিরুদ্ধে আক্রমণ করেন। তিনি বলেন,”গত ১০ বছরের তৃণমূল আমলে এই এলাকার কোনও উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে শাসকদলের নেতাদের জীবনযাপনে। আসানসোল এলাকায় কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের কাজ করতে দেয়নি শাসকদল। আমরা এ কথা বললে অনেকে ভাববেন, মিথ্যা অভিযোগ করছি৷ কিন্তু দেরিতে হলেও সত্যি কথাটা স্বীকার করে নিয়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তাঁর কথাতেই প্রমাণ হয়েছে, তিনি উন্নয়ণের কাজ করতে চেয়েছিলেন, কিন্তু আসানসোল এলাকায় তাঁকে উন্নয়ণের কাজ করতে দেয়নি তৃণমূল কংগ্রেস সরকার।” বাবুল সুপ্রিয় বলেন, “দেরিতে হলেও উন্নয়ণের অভাবের কথা সমর্থন করেছেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা তৃণমূল বিধায়ক জিতেন্দ্র। আসানসোলের উন্নয়ণের লক্ষ্যে জিতেন্দ্র তিওয়ারির সব প্রস্তাবই উড়িয়ে দিয়েছে রাজ্য সরকার৷”

বাবুলের মুখে জিতেন্দ্রর প্রশংসা শুনে রাজনৈতিক মহলের ধারনা, তিওয়ারির বিজেপি-যাত্রা এক্কেবারে পাকা৷ বিজেপিতে যোগ দেওয়ার পর তিওয়ারিকে যাতে দলের একাংশের তোপের মুখে পড়তে না হয়, শীর্ষস্তর সেদিকে নজর রাখছে৷ জিতেন্দ্রকে আশালীন ভাষায় আক্রমণ করায় বঙ্গ-বিজেপি নিজের দলের জনাকয়েক নেতার বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে৷ তারই জেরে বাবুলের মুখে তিওয়ারির প্রশংসা৷ এবার ‘শত্রু’ তিওয়ারির পাশেই দাঁড়ালেন বাবুল৷

এখনও তৃণমূলের বিধায়ক থাকা জিতেন্দ্র তিওয়ারি সম্পর্কে অতীত-মন্তব্যে ভুলে প্রশংসার কথা শোনার অর্থ, তিওয়ারির বিজেপি-যাত্রা স্রেফ সময়ের অপেক্ষা, এমনই বলছে রাজনৈতিক মহল৷

আরও পড়ুন:করোনা আবহে “কল্পতরু” নয় কাশীপুর উদ্যানবাটী

 

Previous articleকরোনা আবহে “কল্পতরু” নয় কাশীপুর উদ্যানবাটী
Next articleমণীশ শুক্লা হত্যাকাণ্ডের চার্জশিট পেশ সিআইডি’র, অভিযুক্তের তালিকায় ১০