দেশ জুড়ে করোনার টিকাকরণ প্রক্রিয়ার মহড়া ২ জানুয়ারি

এ বার দেশ জুড়ে করোনার টিকাকরণ প্রক্রিয়ার মহড়া চালানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। ২ জানুয়ারি সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ওই মহড়া হবে।
প্রাথমিক টিকাকরণের লক্ষ্য স্বাস্থ্যকর্মী-সহ তিরিশ কোটি দেশবাসী। দেশ জুড়ে করোনার টিকাকরণ শুরুর আগে রাজ্যে-রাজ্যে পরিকাঠামো কতটা তৈরি, বাস্তবে টিককারণের সময়ে কী ধরনের চ্যালেঞ্জ আসতে পারে— এই বিষয়ে ওয়াকিবহাল হতেই গোটা দেশে ‘ড্রাই রান’ হবে। প্রতিটি রাজ্যের রাজধানীর অন্তত তিনটি টিকাকরণ কেন্দ্রে ওই মহড়া চলবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বেশ কিছু রাজ্যে নির্দিষ্ট তিনটি কেন্দ্র ছাড়াও দুর্গম এলাকায় শিবির করে সেখানে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, তা-ও নজরে রাখা হবে।

Previous articleঅভিশপ্তবছরকে বিদায় জানানোর সন্ধিক্ষণে ছাদ থেকে পড়ে মৃত্যু যুবকের
Next articleদামের দাপটে ফাঁকা বিদেশি মদের দোকান, রমরমা বাজার তাড়ির