ধূলিসাৎ বেআইনিভাবে তৈরি হওয়া বিজেপির দলীয় কার্যালয়

ধূলিসাৎ করা হল বেআইনিভাবে তৈরি হওয়া বিজেপির (Bjp) দলীয় কার্যালয়। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই স্থানীয়দের তরফে অভিযোগ আসছিল, আসানসোলের (Asansol) বারাবনির গৌরাণ্ডি হাটতলায় অবস্থিত বিজেপির ওই কার্যালয়টিতে বেআইনি কার্যকলাপ চলে। নেশাখোরদের আড্ডা হচ্ছিল রাত পর্যন্ত। পুলিশের কাছে লিখিত অভিযোগও জানিয়েছিলেন গৌরাণ্ডি হাটতলাবাসী।

স্থানীয় সূত্রে খবর, ২০১৯ সালের নভেম্বর মাসে বিজেপির (BJP) এই দলীয় কার্যালয়টিকে কেন্দ্র করে সমস্যা তৈরি হয়। ওই সময়ে কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছিলেন স্থানীয়রা। পরে মুকুল রায় (Mukul Roy), সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের (Babul Supriyo) হস্তক্ষেপে, গৌরাণ্ডির বিজেপি পার্টি অফিস পুনরুদ্ধার করা হয়।

যদিও, অবৈধ নির্মাণের বিষয়টি এড়িয়ে গিয়েছেন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি তথা বারাবনির বিজেপি নেতা অরিজিৎ রায়। তাঁর কথায়, ”রাজ্যজুড়েই এরকম অরাজকতা চলছে। বারাবনি তার বাইরে নয়। ব্লক তৃণমূল (Tmc) সভাপতি অসিত সিং এর ইন্ধনে কার্যালয়টি ভাঙা হল বরে অভিযোগ তাঁর। রাতের অন্ধকারে অসিত সিং এর ভাই, পানুরিয়া পঞ্চায়েত প্রধান বিশ্বজিৎ সিং, পুলিশকে সঙ্গে নিয়ে, বুলডোজার চালিয়ে পার্টি অফিসটি ভাঙচুর করেছে। দাবি বিজেপির।

যদিও, অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয়দের সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Advt

Previous articleনিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে সমস্ত ছবি মুছলেন দীপিকা, কেন ?
Next articleকোভিডের জের, বছর শুরুর দিন ফাঁকা দক্ষিণেশ্বর