চিকিৎসায় গাফিলতিতে রোগিণীর মৃত্যু, ভাঙচুর কোচবিহার মেডিকেলে, লাঠিচার্জ

চিকিৎসায় গাফিলতিতে(Wrong treatment) রোগিণীর মৃত্যুর(Patient Death) অভিযোগে কোচবিহার এম জে এন হাসপাতাল(coochbehar mjn Hospital) ও মেডিকেল কলেজে ভাঙচুর করার অভিযোগ উঠেছে পরিবারের বিরুদ্ধে। মাতৃমা বিভাগের আসবাব ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার শিশুকন্যার জন্ম দেন শুটকাবাড়ির বাসিন্দা খাদিজা বিবি। এর পরেই তিনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন৷ প্রচন্ড মাথা যন্ত্রণাতে কাতর হওয়ার জেরে আরও বেশি অসুস্থ হয়ে যান তিনি।

আরও পড়ুন:মণীশ শুক্লা হত্যাকাণ্ডের চার্জশিট পেশ সিআইডি’র, অভিযুক্তের তালিকায় ১০

মৃতার মা মিলি বিবি বলেছেন, মেয়ে অসুস্থ হওয়া সত্বেও চিকিৎসকরা কেউ আসেননি। চিকিৎসায় গাফিলতির জন্যই মেয়ের মৃত্যু হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। কোচবিহারের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে রোগীর পরিবারের বিরুদ্ধে৷ পরিবারের বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ৷ বিক্ষোভ সামাল দিতে গিয়ে মাতৃমার সামনে লাঠিচার্জ করা হয়।

Advt

Previous articleমণীশ শুক্লা হত্যাকাণ্ডের চার্জশিট পেশ সিআইডি’র, অভিযুক্তের তালিকায় ১০
Next articleকাঁথির সভাতেই বিজেপিতে সৌমেন্দু, ঘোষণা শুভেন্দুর