কাঁথির সভাতেই বিজেপিতে সৌমেন্দু, ঘোষণা শুভেন্দুর

আজই, শুক্রবার বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন সৌমেন্দু অধিকারী (Soumen du Adhikary)। নন্দীগ্রামের (Nandigram) কর্মসূচি থেকেই ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)। এদিন অধিকারী গড় বলে পরিচিত কাঁথির (Cintai) ডরমেটরি মাঠে শুভেন্দুর সভাতে বিজেপির পতাকা হাতে তুলে নেবেন তাঁর ভাই সৌমেন্দু।

এদিন নন্দীগ্রাম-১ বিজেপির পূর্ব মণ্ডলেরর পরিচালনায় নন্দীগ্রামের সোনাচূড়াতে এক প্রতিবাদ সভা থেকে ভাইয়ের যোগদানের খবর নিশ্চিত করেন শুভেন্দু।

শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরই কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে অপসারিত হন সৌমেন্দু অধিকারী। পুর প্রশাসকের দায়িত্ব বুঝে নেন সিদ্ধার্থ মাইতি। তিনি আবার তৃণমূল নেতা অখিল গিরি ঘনিষ্ট হিসেবে পরিচিত। এদিকে, কাঁথি পুরসভার প্রশাসক বদলের সরকারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন সৌমেন্দু। ৪ জানুয়ারি মামলাটির শুনানি। তার আগেই তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন অধিকারী পরিবারের ছোট ছেলে।

 

Previous articleচিকিৎসায় গাফিলতিতে রোগিণীর মৃত্যু, ভাঙচুর কোচবিহার মেডিকেলে, লাঠিচার্জ
Next articleআদালতের ধমক খেয়ে অবশেষে হাথরসের বিতর্কিত জেলাশাসককে সরালো যোগী সরকার