Saturday, August 23, 2025

একমঞ্চে জোট, প্রথমবার ব্রিগেডের ময়দানে যৌথ সভা বাম-কংগ্রেসের!

Date:

Share post:

২০১৬ সালের বিধানসভা নির্বাচনের(Assembly election) পর ২০২১ সালে ফের জোট গড়ে রাজ্যে লড়াইয়ে নামতে চলেছে বাম-কংগ্রেস(Left-Congress)। ইতিমধ্যেই এ বিষয়ে সবুজসংকেত দিয়ে দিয়েছে কংগ্রেস হাইকমান্ড(Congress High command)। বাংলায় যুদ্ধে রণনীতি সাজিয়ে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমেছে দুই দলই। লক্ষ্য তৃতীয় বিকল্প হিসেবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিজেদের তুলে ধরা। আর সেই পথেই নতুন বছরে ব্রিগেডের মঞ্চকে বেছে নিয়েছে বাম কংগ্রেস নেতৃত্ব। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে ব্রিগেডের মঞ্চে যৌথভাবে বিশাল জনসভা করতে পারে এই দুই দল।

২০১৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে আসন ভাগাভাগি করে বাম-কংগ্রেস লড়াইয়ে নামলেও ব্রিগেডের মত বড় মঞ্চে একত্রে কখনো দেখা যায়নি এই দুই দলকে। এই প্রথমবার এই ধরনের কোনো বড় জনসভার পরিকল্পনা করছে জোট। গোটা বিষয়টি নিয়ে সিপিএম নেতৃত্বের মধ্যে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। কংগ্রেসের তরফেও সম্মতি দেওয়া হয়েছে এই পরিকল্পনায়। জানা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাসে ব্রিগেডের মঞ্চে জনসভা করবে বাম-কংগ্রেস নেতৃত্ব। আগামী ৩ ও ৪ জানুয়ারি সিপিএমের রাজ্য কমিটির বৈঠক রয়েছে। ঠিক বৈঠকেই এই জনসভা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:বিজেপিকে ‘ঠেঙিয়ে পগারপার’ করার নিদান অনুব্রতর, কী প্রতিক্রিয়া দিলীপের?

এ প্রসঙ্গে সিপিএমের এক নেতা বলেন বিজেপি কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের রাজ্যে আনছে। বিপুল পরিমাণ টাকা ঢালছে নির্বাচন উপলক্ষে। তৃণমূল অনেক কিছুই করছে। এই সব কিছুর মাঝেই রাজ্যবাসীকে প্রকৃতি গল্পের বাধা দিতেই ব্রিগেডে যৌথ সমাবেশের পরিকল্পনা করছে বাম। অন্যদিকে কংগ্রেসের তরফে আবার ইঙ্গিত দেওয়া হয়েছে ব্রিগেডের ওই জনসভায় আসার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের। যদিও সমস্তটাই বর্তমানে আলোচনার পর্যায়ে আছে।

Advt

spot_img

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...