Saturday, November 8, 2025

একমঞ্চে জোট, প্রথমবার ব্রিগেডের ময়দানে যৌথ সভা বাম-কংগ্রেসের!

Date:

Share post:

২০১৬ সালের বিধানসভা নির্বাচনের(Assembly election) পর ২০২১ সালে ফের জোট গড়ে রাজ্যে লড়াইয়ে নামতে চলেছে বাম-কংগ্রেস(Left-Congress)। ইতিমধ্যেই এ বিষয়ে সবুজসংকেত দিয়ে দিয়েছে কংগ্রেস হাইকমান্ড(Congress High command)। বাংলায় যুদ্ধে রণনীতি সাজিয়ে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমেছে দুই দলই। লক্ষ্য তৃতীয় বিকল্প হিসেবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিজেদের তুলে ধরা। আর সেই পথেই নতুন বছরে ব্রিগেডের মঞ্চকে বেছে নিয়েছে বাম কংগ্রেস নেতৃত্ব। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে ব্রিগেডের মঞ্চে যৌথভাবে বিশাল জনসভা করতে পারে এই দুই দল।

২০১৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে আসন ভাগাভাগি করে বাম-কংগ্রেস লড়াইয়ে নামলেও ব্রিগেডের মত বড় মঞ্চে একত্রে কখনো দেখা যায়নি এই দুই দলকে। এই প্রথমবার এই ধরনের কোনো বড় জনসভার পরিকল্পনা করছে জোট। গোটা বিষয়টি নিয়ে সিপিএম নেতৃত্বের মধ্যে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। কংগ্রেসের তরফেও সম্মতি দেওয়া হয়েছে এই পরিকল্পনায়। জানা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাসে ব্রিগেডের মঞ্চে জনসভা করবে বাম-কংগ্রেস নেতৃত্ব। আগামী ৩ ও ৪ জানুয়ারি সিপিএমের রাজ্য কমিটির বৈঠক রয়েছে। ঠিক বৈঠকেই এই জনসভা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:বিজেপিকে ‘ঠেঙিয়ে পগারপার’ করার নিদান অনুব্রতর, কী প্রতিক্রিয়া দিলীপের?

এ প্রসঙ্গে সিপিএমের এক নেতা বলেন বিজেপি কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের রাজ্যে আনছে। বিপুল পরিমাণ টাকা ঢালছে নির্বাচন উপলক্ষে। তৃণমূল অনেক কিছুই করছে। এই সব কিছুর মাঝেই রাজ্যবাসীকে প্রকৃতি গল্পের বাধা দিতেই ব্রিগেডে যৌথ সমাবেশের পরিকল্পনা করছে বাম। অন্যদিকে কংগ্রেসের তরফে আবার ইঙ্গিত দেওয়া হয়েছে ব্রিগেডের ওই জনসভায় আসার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের। যদিও সমস্তটাই বর্তমানে আলোচনার পর্যায়ে আছে।

Advt

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...