Friday, May 23, 2025

একইসুরে ‘বাংলা থেকে তৃণমূলকে হাওয়া করে দেওয়ার’ ডাক দিলেন দিলীপ-শুভেন্দু

Date:

Share post:

বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী একের পর এক সভায় বলে চলেছেন, তিনি আর দিলীপ ঘোষ অখণ্ড মেদিনীপুরের ভূমিপুত্র। দু’জনে মিলে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের মোট ৩৫টি আসনের সব ক’টিতেই বিজেপির জয় নিশ্চিত করবেন। সেই বার্তার পর রবিবারই প্রথম ঝাড়গ্রামে একমঞ্চে শুভেন্দু-দিলীপ৷

ঝাড়গ্রামের চা-চক্রে দিলীপ ঘোষ, রবিবার

এবং দু’জনই তাঁদের ভাষণে জোর গলায় একে অন্যের ভূয়সী প্রশংসা করে একইসুরে ‘বাংলা থেকে তৃণমূলকে হাওয়া করে দেওয়ার’ ডাক দেন৷

শুভেন্দু অধিকারী বলেন, বাংলায় পদ্ম ফোটানোর জন্য দিলীপদা’র সঙ্গে হাত মিলিয়েছেন তিনি৷ আর দিলীপ ঘোষ বলেন, “অবিভক্ত মেদিনীপুরের সব আসনেই বিজেপি জিতবে। যেটুকু অনিশ্চয়তা ছিল তা শুভেন্দুদা আসার পর নিশ্চিত হয়ে গিয়েছে।”

দিলীপ ঘোষের আগে বক্তৃতা দিতে উঠে শুভেন্দু বলেন, ‘কলকাতা এবং দিল্লিতে একই দল থাকবে৷ সুশাসন ফিরবে, বেকাররা চাকরি পাবে৷’ এদিনের সভাতেও শুভেন্দু যথারীতি নিশানা করেন তৃণমূলকেই৷ কটাক্ষের সুরে বলেন, “এখন গরু পাচারকারী এনামুল-ই হচ্ছে তৃণমূল৷ জঙ্গলমহলের তৃণমূল নেতারা দুর্নীতিতে ডুবে আছেন৷ যাঁদের সাইকেল ছিল না তাঁরা এখন দু’- তিনটে স্করপিও গাড়ির মালিক৷” চ্যালেঞ্জের সুরে তিনি বলেন, “জঙ্গলমহলকে আমি হাতের তালুর মতো চিনি৷ আগামী নির্বাচনে ঝাড়গ্রামের ৪টি বিধানসভা কেন্দ্রেই ৫০ থেকে ৮০ হাজার ভোটে বিজেপি জিতবে”৷ তাঁর বক্তব্য, জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করার জন্য তিনি কী করেছেন, তা সবাই জানেন৷ কিন্তু দক্ষিণ কলকাতার ‘দেড়জনের কোম্পানির’ জন্য তাঁকে জঙ্গলমহল থেকে দূরে সরে যেতে হয়েছে৷ ঝাড়গ্রামে সভায় এ ভাবেই তৃণমূলকে বিদ্ধ করেন শুভেন্দু অধিকারী৷
দিলীপবাবুর বক্তব্যেও শুভেন্দুর কথারই প্রতিধ্বনি শোনা যায়৷ দিলীপ ঘোষ বলেন, “২০০-র বেশি আসন নিয়ে এবার বিজেপি নবান্নে যাবে৷ বাংলা শাসন করবে বিজেপি৷ তৃণমূল মানুষের সঙ্গে প্রতারণা করেছে৷ পরিবর্তনে কারও উপকার হয়নি”।

এদিনের সভামঞ্চেও ‘যোগদান মেলা’ অনুষ্ঠিত হয়৷ বেশ কিছু মানুষ এদিন বিজেপিতে যোগ দেন৷ এর মধ্যে শুভেন্দু-অনুগামীও আছেন৷
রবিবারের এই সভাস্থল ছিলো ঝাড়গ্রাম শহর থেকে কিছুটা দূরে গোপীবল্লভপুরের ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়ায়। শনিবার রাতেই ঝাড়গ্রামে পৌঁছে যান দিলীপ ঘোষ৷ রবিবার সকালে সভাস্থলের কাছে প্রাতর্ভ্রমণে বার হয়ে রঘুনাথপুরের মডেল রাস্তার কাছে চা-চক্র কর্মসূচিতে অংশ নেন দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম, জেলা সভাপতি সুখময় সৎপতি-সহ অন্যান্য নেতারা।

spot_img

Related articles

আর পাবেন না মাইসোর পাক, মোতি পাক! বদলে গেল মিষ্টি

পহেলগামে পাক জঙ্গি হামলার পরে দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তান বিরোধী বিভিন্ন পদক্ষেপ সাধারণ মানুষের তরফ থেকে নেওয়া হয়েছে।...

ভাতা পাবেন চাকরিহারা গ্রুপ সি,ডি কর্মীরা: জারি বিজ্ঞপ্তি

চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল শ্রম দফতর (Department of Labour)।...

জাপান সংসদের স্পিকারকে বাংলায় আমন্ত্রণ: দুদিনের সফর শেষে জানালেন অভিষেক

ভারতে সন্ত্রাসবাদ বিরোধী শক্তিকে দমন করতে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বের শক্তিধর দেশগুলির সমর্থন আদায়ে উদ্যোগী ভারত। মিত্র দেশগুলিতে ভারতের...

ফসল নষ্ট হওয়া রুখতে সৌরশক্তি চালিত কোল্ড চেন ব্যবস্থা চালু করার পরিকল্পনা রাজ্যের

কৃষকদের ফসল নষ্ট হওয়া রুখতে সৌরশক্তি চালিত কোল্ড চেন (Cold Chain) ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে রাজ্য সরকার।...