প্রেমিক জুনিয়র মৃধাকে খুনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সিবিআই গ্রেপ্তার করল মোহনবাগানের সহসভাপতি বলরাম চৌধুরীর পুত্রবধূ প্রিয়াঙ্কাকে। সোমবার দীর্ঘ জেরার পর তাকে গ্রেপ্তার করে সিবিআই(cbi). কছর আগের এই রহস্যমৃত্যুতে রাজ্য পুলিশ ও সিআইডি কোনো আততায়ীকে খুঁজে পায়নি। মৃধার পরিবার হাইকোর্টে যান। এরপর সিবিআই তদন্তের নির্দেশ হয়। তখন থেকেই সিবিআই গোয়েন্দারা সক্রিয় হন। দফায় দফায় জেরা হয় সবার। শেষমেষ আজ রাতে প্রথম গ্রেপ্তার। প্রিয়াঙ্কার আইনজীবী অয়ন চক্রবর্তী বলেন,” আমার মক্কেল আদৌ খুনে জড়িত নন। তিনি তদন্তে সহযোগিতা করছিলেন।”

আরও পড়ুন- কাঁথি পুরসভা মামলায় হাইকোর্টে প্রাথমিক ধাক্কা সৌমেন্দুর
