Saturday, November 8, 2025

রাজ্যে তেল উত্তোলনের জন্য কেন্দ্রকে বিনামূল্যে জমি দেওয়ার সিদ্ধান্ত মমতার

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার অশোকনগরে(Ashok Nagar) তেলের খনির(Oil mine) সন্ধান পেয়েছে ওএনজিসি(ONGC)। ইতিমধ্যেই সেখানে তেল উৎপাদনের জন্য কোমর বেঁধে মাঠে নেমেছে কেন্দ্রীয় সরকার। এহেন অবস্থায় অশোকনগরে তৈল ভান্ডার খননের জন্য কেন্দ্রকে বিনামূল্যে জমি দেওয়ার কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘আমরা চাই রাজ্যে শিল্প আসুক। তাই আমরা বলেছি ওখানে যে জমি অধিগ্রহণ করতে হবে তা আমরা বিনামূল্যে কেন্দ্রের হাতে তুলে দেবো।’

এদিন মুখ্যমন্ত্রী জানান, গত ২১ ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে(Dharmendra Pradhan) আমি একটি চিঠি লিখেছি। অশোকনগরে তেল উৎপাদন কেন্দ্র গড়ে উঠলে বাংলায় শিল্প হবে। গড়ে উঠবে অনুসারী শিল্প। হলদিয়ায় তেল সংশোধনাগার রয়েছে। দুইয়ের সংযোগে উন্নত শিল্প গড়ে ওঠা সময়ের অপেক্ষা। এই বড় শিল্পকে মাধ্যম করে ওই অঞ্চলে গড়ে উঠবে মাঝারী, ছোট শিল্প। যার জেরে ওই অঞ্চলে আর্থসামাজিক চিত্র পাল্টে যাবে। চাকরির সুযোগ তৈরি হবে। পাশাপাশি, তেল উৎপাদন কেন্দ্র ও প্রয়োজনীয় পরিকাঠামোর জন্য ৪০ একর জমি চেয়েছে ওএনজিসি। অশোকনগর ও ব্যারাকপুর অঞ্চলে জমি চাওয়া হয়েছে। এর বিনিময়ে টাকা দেওয়ার কথাও জানিয়েছিল সংস্থাটি। কিন্তু বিনামূল্যেই তাঁদের জমি দেওয়া হবে বলে এদিন জানালেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, ‘আমরা এই প্রকল্পের জন্য পূর্ণ-সহযোগিতা করছি কেন্দ্রের সঙ্গে। এবং চেষ্টা করছি যাতে দ্রুত এই প্রকল্প শুরু করা সম্ভব হয়। এবং ওই এলাকায় যে ৩০০ জন মানুষ বসবাস করেন তাদের পুনর্বাসন এবং তাদের চাকরিরও ব্যবস্থা করা হচ্ছে।’

আরও পড়ুন:কেন্দ্রের কিষাণ সম্মান নিধি প্রকল্প বাংলায় চালু করতে আপত্তি নেই, জানালেন মমতা

প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে উত্তর ২৪ পরগনার অশোকনগরের তেল ও গ্যাসের অনুসন্ধান শুরু করে ওএনজিসি। মাস কয়েক আগে সেই তেলের গুণগত মান পরীক্ষা করা হয় সংস্থার তরফে। সেখানে আশানুরূপ ফল আসার পর ওই এলাকা থেকে তেল উত্তোলনের সিদ্ধান্ত নেয় সরকার। সম্প্রতি অশোকনগরে বাইগাছি মৌজায় সেই প্রকল্পকে জাতির উদ্দেশে উৎসর্গ করেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

Advt

spot_img

Related articles

Exclusive: শুধু সংসারের নয়, গাড়ির স্টিয়ারিং হাতে নিন নারী: বার্তা কলকাতার মহিলা ক্যাব চালকের

জয়িতা মৌলিক গাড়ির স্টিয়ারিং-এ মহিলা। মহানগরীর রাজপথে একেবারেই বিরল নয়। তবে, সেই গাড়ি যদি হয় WB05-8198 নম্বরের অ্যাপ ক্যাব?...

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...