বছরের শুরুতেই সুখবর: আগামী সপ্তাহ থেকে শুরু করোনার টিকাকরণ

নতুন বছরের শুরুতেই সুখবর। দেশে আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে করোনার টিকাকরণ (Vaccinatio)। ১৩ জানুয়ারি (January) থেকে টিকাকরণ শুরু হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ (Rajesh Bhusan)।

ভারতে এই মুহূর্তে কো-ভ্যাকসিন (COVAXIN), কোভিশিল্ড (COVISHIELD) এই দুটি টিকা সাফল্য লাভ করেছে।
প্রথম দফায় 30 কোটি মানুষকে বিনামূল্যে দেওয়া হবে টিকা। তারমধ্যে 1 কোটি স্বাস্থ্যকর্মী, দু কোটি ফ্রন্টলাইন ওরিয়রকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে।

 

Previous articleঘনিষ্ঠ মহলে বিস্ফোরক লক্ষ্মীরতন, কাঠগড়ায় তুললেন দুই অরূপকে
Next article১৮ জানুয়ারি নন্দীগ্রামে জনসভা করতে পারেন মুখ্যমন্ত্রী: সূত্র