করোনা কেড়ে নিলো আর এক বিশিষ্ট চিকিৎসকের প্রাণ

কোভিড কেড়ে নিল কলকাতা তথা দেশের আর এক বিশিষ্ট চিকিৎসকের প্রাণ৷

বুধবার আর এন টেগোর হাসপাতালে প্রয়াত হলেন
পূর্বভারতে পেডিয়াট্রিক- কার্ডিওলজির পথিকৃৎ
ডাঃ বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়৷ শিশুদের হৃদপিন্ডের মাইক্রোসার্জারিতে দেশের অগ্রণী চিকিৎসক ছিলেন ডাঃ বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়৷ যে চিকিৎসক শত শত কঠিন রোগাক্রান্ত শিশুর জীবন হেলায় বাঁচিয়েছেন, আজ তিনি পরাজিত হলেন এক অতি ক্ষুদ্র ভাইরাসের কাছে। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৫১ বছর৷

আরও পড়ুন:হোম থেকে ঘরে ফিরল জখম নাবালিকা, বাড়িতে সাংসদ লকেট

করোনা মহামারির শেষ ন’মাসে একদিনও হাসপাতাল যাওয়া বাদ দেননি ডাঃ বিশ্বজিৎ। ওই ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশেও প্রতিদিন নীরবে চালিয়ে গিয়েছেন জটিল রোগে আক্রান্ত শিশুদের বাঁচিয়ে তোলার কাজ৷ প্রয়াত বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের অকৃত্রিম বন্ধু, কলকাতার নামকরা এক নার্সিং হোমের কর্ণধার কৌস্তুভ মুখোপাধ্যায় বলেছেন, “আজ শুধুই আমাদের বিশু’র আপন দুই সন্তান পিতৃহারা হয়নি, পিতৃহারা হল সেই সব শিশুরাও যাদের ডাঃ বন্দ্যোপাধ্যায় জীবন দিয়েছিলেন।
পেডিয়াট্রিক- কার্ডিওলজির এমন চিকিৎসকের অভাব কোনওদিনই পূরণ হবেনা”৷

Advt

Previous articleহোম থেকে ঘরে ফিরল জখম নাবালিকা, বাড়িতে সাংসদ লকেট
Next articleবঙ্গ-কংগ্রেসের নতুন তিন পর্যবেক্ষক