বঙ্গ-কংগ্রেসের নতুন তিন পর্যবেক্ষক

রাজ্যে মাসকয়েক পরেই বিধানসভা ভোট৷ দলের সাংগঠনিক দায়িত্ব এবং ভোট-প্রস্তুতিতে নজরদারির জন্য নতুন পর্যবেক্ষক নিযুক্ত করেছে কংগ্রেস হাইকম্যান্ড।

এআইসিসির তরফে বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী একুশে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেখানে নির্বাচনী প্রচারকৌশল এবং সমন্বয়ের তদারকির জন্য প্রবীণ নেতাদের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করেছেন।

এআইসিসির সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গে দলের পর্যবেক্ষক হয়েছেন-
◾বিকে হরিপ্রসাদ,
◾আলমগীর আলম
◾পাঞ্জাবের মন্ত্রী বিজয় ইন্দর সিঙ্গলা

প্রসঙ্গত, মাস কয়েকের মধ্যেই পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত পুদুচেরির বিধানসভা নির্বাচন হওয়ার কথা।

পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যের দায়িত্বে এসেছেন-

◾কেরল – রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইঝিনহো ফ্যালেরিও এবং কর্নাটকের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী জি পরমেশ্বর।

◾অসম – ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক এবং প্রবীণ নেতা শাকিল অহমেদ খান।

◾ তামিলনাড়ু এবং পুদুচেরি – প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম বীরাপ্পা ময়লি, এম এম পাল্লম রাজু ও মহারাষ্ট্রের মন্ত্রী নিতিন রাউত।

 

Previous articleকরোনা কেড়ে নিলো আর এক বিশিষ্ট চিকিৎসকের প্রাণ
Next articleডানা ছাঁটা শুরু রাজীবের, নদিয়ার দায়িত্ব থেকে সরালো দল