Monday, November 10, 2025

নেতৃত্বের বিরুদ্ধে বিষোদগার করে ‘যত মত তত পথ’ শোনালেন হাওড়ার রথীন

Date:

Share post:

হোমিওপ্যাথি চিকিৎসক থেকে হাওড়ায় (howrah) তৃণমূলের মেয়র হয়ে যাওয়া রথীন চক্রবর্তীর (rathin chakraborty) মুখে ভোটের আগে যত মত তত পথের বাণী। দলের বিরুদ্ধে বিষোদগার করে তিনি সমর্থন করলেন সদ্য পদত্যাগী মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাকে। বুধবার সংবাদমাধ্যমে রথীনবাবু একইসঙ্গে তৃণমূলের জেলা ও রাজ্য নেতৃত্বের সমালোচনা করে বলেন, দলে এখন ছন্দপতন ঘটেছে। নেতৃত্বের অসহযোগিতা, অক্ষমতাই এর মূল কারণ। এরা নিজেরাও কাজ করবেন না, অন্য কাউকে কাজ করতেও দেবেন না। হাওড়া জেলা নেতৃত্ব অযোগ্য, আর রাজ্য নেতৃত্বের ক্ষমতা নেই সেই শূন্যস্থান পূরণ করার। রথীন চক্রবর্তী বলেন, আমাদের সকলকে ব্রাত্য করে রাখা হয়েছে। হাওড়ায় একটা জলপ্রকল্পের উদ্বোধন হল, অথচ এরা ন্যূনতম সৌজন্য দেখালেন না! অথচ ওটার জন্য কীই না করেছি! রথীন বলেন, বর্তমান শাসক দল প্রত্যাশা পূরণে ব্যর্থ। মানুষ যাকে বেছে নেবে সেই দলই বিকল্প হবে। আগামীদিনে সব রাস্তাই খোলা আছে। সৌজন্যের জায়গা যেখানে তৈরি হবে সেখানে যাব। যত মত তত পথ। প্রসঙ্গত রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎই শুধু নয়, হাওড়ার প্রাক্তন মেয়রের বিজেপি যোগ সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনীতিকদের একাংশ। আর এই প্রসঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া: উনি মেয়র ছিলেন, কিন্তু দলের কেউ ছিলেন না। ওর কথায় আগেও কিছু যায় আসেনি, এখন তো আরও যাবে আসবে না। অনেকেই এখন যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, সব কথার উত্তর দেব না।

 

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...