বাধা দূর হল, মোদির স্বপ্নের সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে ছাড় সুপ্রিম কোর্টের

অবশেষে আদালতের ছাড়পত্র মিলল। আবেদনকারীদের দাবি খারিজ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের ‘সেন্ট্রাল ভিস্তা’ প্রকল্পে (central vista project) সবুজ সঙ্কেত দিল সুপ্রিম কোর্ট (supreme court)। মঙ্গলবার শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চের এই রায়ের পর রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রে নতুন সংসদ ভবন নির্মাণে আর কোনও বাধা রইল না। সর্বোচ্চ আদালত জানিয়েছে, এই প্রকল্পের ছাড়পত্র (clearance) দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। প্রকল্পের জন্য যে জমি বাছাই করা হয়েছে, তা ব্যবহার করা যেতে পারে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের ‘সেন্ট্রাল ভিস্তা’ প্রকল্পের বিরুদ্ধে শীর্ষ আদালতে একগুচ্ছ আবেদন জমা পড়েছিল। লুটিয়েন্স দিল্লিতে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার জায়গা জুড়ে ২০ হাজার কোটির এই প্রকল্প রূপায়ণের দায়িত্বে টাটা গোষ্ঠী। মহার্ঘ এই প্রকল্প নিয়ে একাধিক প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন আবেদনকারীরা। এই প্রকল্পকে কেন্দ্র করে দিল্লির ৮৬ একর সবুজ ধ্বংসের অভিযোগ আনা হয়েছিল। দিল্লি উন্নয়ন আইনের বিরুদ্ধে গিয়ে এই প্রকল্পের জমি বদল করা হয়েছে বলেও দাবি তোলা হয়। মহামারির মধ্যে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতিতে এত টাকার এক প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। তবে সব আপত্তি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি এ এম খানউইলকর, বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ। এই প্রকল্পের শিলান্যাস আগেই করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। কিন্তু আদালতের নির্দেশে সমস্ত নির্মাণ বন্ধ রাখতে হয়েছিল। মঙ্গলবার কোর্টের সবুজ সঙ্কেতের পর এখন ফের কাজ শুরু করতে আর অসুবিধা রইল না বলেই মনে করা হচ্ছে।

 

Previous articleসোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের জের, বিজ্ঞাপণ থেকে সৌরভের ছবি সরাল ফরচুন
Next articleব্রেকফাস্ট নিউজ