রাজনীতি থেকে আপাতত সরছি, কোথাও যোগদানের প্রশ্ন নেই: লক্ষ্মীরতন শুক্লা

‘কোথাও যোগদানের প্রশ্ন নেই, সব কথা প্রকাশ্যে বলতে চাই না’, বললেন লক্ষ্মীরতন শুক্লা।
‘মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার সুসম্পর্ক থাকবে। বিরোধী দলের নেতাদের উপরেও আমার কোনও ক্ষোভ নেই। রাজ্যে আমরা হিংসা দেখতে পছন্দ করি না। সমাজে বিভেদ কখনই কাম্য নয়। হিংসা থেকে সকলে দূরে থাকুন। আমার পরিচিতি ক্রীড়বিদ হিসেবে । সব রাজনৈতিক দলকে সম্মান জানাই। রাজনীতি থেকে আপাতত সরছি, কোথাও যোগদানের প্রশ্ন নেই। সব কথা প্রকাশ্যে বলতে চাই না।’
শুক্লা বলেন, ‘রাজনীতি থেকে আপাতত সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যাঁদের সঙ্গে কাজ করেছি তাঁদের সবাইকে ধন্যবাদ। এখনও বিধায়ক পদ ছাড়িনি, রাস্তায় বেরবো। ক্রীড়াবিদ হিসেবেই আমার সবথেকে বড় পরিচয়। ক্রীড়া ক্ষেত্রে কাজ করে যাব।

Previous articleচোরেরা সব এখন বিজেপিতে: বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে মন্তব্য অভিষেকের
Next articleশহিদ স্মরণে শুভেন্দু, পাল্টা নেতাইয়ে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি পার্থর