ল্যাবুশানের শতরান হাতছাড়া, লাঞ্চে অস্ট্রেলিয়ার স্কোর ২৪৯/৫

সিডনিতে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুতেই ফের বৃষ্টির নামল। যদিও স্মিথ-ল্যাবুশান জুটি, দৌলতে ২০০-র গণ্ডি টপকাতে সক্ষম অস্ট্রেলিয়া। ল্যাবুশানের শতরান হাতছাড়া হলেও, লাঞ্চে অস্ট্রেলিয়ার স্কোর গিয়ে দাঁড়িয়েছে ২৪৯/৫।
স্টিভ স্মিথের সঙ্গে একশো রানের পার্টনারশিপ পূর্ণ করার পরেই সাজঘরে ফেরেন মার্নাস ল্যাবুশান। ৭১তম ওভারে জাদেজার পঞ্চম বলে স্লিপে রাহানের হাতে ধরা পড়েন তিনি। ১১টি বাউন্ডারির সাহায্যে ১৯৬ বলে ৯১ রান করে সাজঘরে ফেরেন ল্যাবুশান।৭২তম ওভারে অশ্বিনের চতুর্থ বল বাউন্ডারিতে পাঠিয়ে সিরিজে প্রথমবার ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন স্টিভ স্মিথ। ১১৬ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেছেন স্মিথ।

আরও পড়ুন-কোভিড ভ্যাকসিনের ড্রাই রানের জন্য প্রস্তুত মালদহ
৭২ ওভারের শেষে বৃষ্টিতে সাময়িকভাবে খেলা বন্ধ থাকে। যদিও খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি বৃষ্টি।
ইনিংসের ৭৭তম ওভারের ম্যাথিউ ওয়েডকে সাজঘরে ফেরান জাদেজা। ২টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ১৩ রান করে বুমরাহর হাতে ধরা পড়েন ওয়েড। তখন অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৪ উইকেট হারিয়ে ২৩২।
ভারত দ্বিতীয় নতুন বল নেওয়ার পর বুমরাহ সাজঘরে ফেরান ক্যামেরন গ্রিনকে। ৮৫তম ওভারে এলবিডব্লিউ হন গ্রিন। ২১ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া ২৪৯ রানের মাথায় ৫ উইকেট হারায়। গ্রিন আউট হওয়া মাত্রই আম্পায়াররা দ্বিতীয় দিনের লাঞ্চের বিরতি ঘোষণা করেন। সুতরাং দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৪৯ রান তুলেছে। স্মিথ ব্যাট করছেন ব্যক্তিগত ৭৬ রানে।

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleআট বছর পর ফিরছেন ক্রিকেটে, শ্রীসন্থ কী বার্তা দিলেন ভক্তদের?