ব্রিসবেনের কোয়ারেন্টাইনের নিয়ম শিথিল করা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে চিঠি বিসিসিআইয়ের

ক্রিকেট অস্ট্রেলিয়াকে ( Australia ) চিঠি পাঠাল বিসিসিআই ( BCCI)। একটি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ব্রিসবেনে( brisbane)কোয়ারেন্টাইনের (Quarantine) কঠোর নিয়ম শিথিল করার জন‍্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে চিঠি পাঠাল ভারতীয় বোর্ড।

চিঠিতে বিসিসিআই লেখে, ভারতীয় বোর্ডের সফর চলাকালীন দুবার কোয়ারেন্টাইনের কথা বলা হয়নি।সিরিজের শুরুতে শুধু ১৪ দিনের কোয়ারেন্টাইনের কথা বলা হয়েছিল। কিন্তু কঠোর নিভৃতবাসের কথা বলা হয়নি। তো এখন কেন ক্রিকেটারদের কঠোর নিভৃতবাসের কথা বলা হচ্ছে?”

ব্রিসবেনে ১৫ জানুয়ারি ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট। সেই টেস্টের নামার আগে সিডনি টেস্ট থেকে ক্রিকেটারদের কঠোর কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া( cricket Australia)। এবার সেই নিয়ম নিয়ে সরব হয় বিসিসিআই। ভারতীয় বোর্ডের তরফ থেকে চিঠিতে লেখা হয়, যাতে হোটেলে ঘোরাঘুরি করতে পারে ক্রিকেটাররা, সেই ব‍্যবস্থা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এরপাশাপাশি কঠোর নিভৃতবাসের নিয়মও শিথিল করার কথা চিঠিতে লেখে বিসিসিআই।

আরও পড়ুন –ক্ষমতায় এলে বাংলায় লাভ জিহাদ বিরোধী আইন করবে বিজেপি, কটাক্ষ তৃণমূলের

Advt

Previous articleক্ষমতায় এলে বাংলায় লাভ জিহাদ বিরোধী আইন করবে বিজেপি, কটাক্ষ তৃণমূলের
Next articleইসরোর বিজ্ঞানীর চাঞ্চল্যকর অভিযোগ: খাবারে বিষ, ঘরে সাপ!