নন্দীগ্রামে আজ প্রথমবার ‘শক্তি’ দেখাবে বিজেপি, থাকবেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা

গত বছর নন্দীগ্রামের রেওয়াপাড়ায় সভা করতে যাওয়ার পথে বাধার মুখে পড়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷ বাধা দিয়েছিলেন তৎকালীন স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন তৃণমূল৷

আজ আর ‘শত্রু’ নন শুভেন্দু ৷ একদা শত্রু সেই শুভেন্দুর হাত ধরেই আজ, শুক্রবার নন্দীগ্রামের মঞ্চে দিলীপ ঘোষের সগর্ব উপস্থিতি নজর কাড়তে পারে৷

রাজ্যে পরিবর্তনের ধাত্রীভূমি নন্দীগ্রামে আজ, শুক্রবার শক্তি প্রদর্শন করতে চায় বঙ্গ-বিজেপি WB BJP)৷ ইস্তফার আগে পর্যন্ত শুভেন্দু অধিকারী (suvendu) এই নন্দীগ্রাম কেন্দ্রেরই বিধায়ক ছিলেন৷ শুভেন্দুর ডাকে সাড়া দিয়েই আজ
নন্দীগ্রামের মঞ্চে হাজির থাকার কথা বিজেপি- হেভিওয়েটদের৷ প্রচার করা হয়েছে, এই সভায় শুভেন্দুর পাশে থাকবেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), সর্বভারতীয় বিজেপির সহ সভাপতি মুকুল রায় ( Mukul Roy), সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় (vijaybargiyo)৷

বিজেপি তথা শুভেন্দু গত কয়েকদিন ধরেই বলে চলেছেন, আজকের সভায় লক্ষাধিক জনসমাগম হবে৷ এ কথা বলে কার্যত তৃণমূলের দিকেই চ্যালেঞ্জ ছুড়েছেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক। ওদিকে তৃণমূলের দাবি, বাইরে থেকে লোক এনে ভরানো হবে সভাস্থল৷ তাই বিজেপির এই সভা নন্দীগ্রামে একদমই প্রভাব ফেলবে না৷ অন্যদিকে বিজেপি সূত্রের খবর, আজ গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা করতে পারেন শুভেন্দু৷ নজরকাড়া গেরুয়া- জনসমাগম সত্যিই করতে পারলে বঙ্গ-রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হয়ে উঠবে নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই
নন্দীগ্রামের ‘রাজনৈতিক অভিভাবকত্ব’ নিয়ে প্রশ্ন উঠছে৷ বাম আমলে জমি রক্ষা আন্দোলনের নেতৃত্বের প্রশ্নে জোর টক্কর চলছে তৃণমূল ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে। আর সেই আবহেই আজ নন্দীগ্রামে এই প্রথমবার লক্ষাধিক জমায়েতের চ্যালেঞ্জ ছুড়েছে বিজেপি৷

তৃণমূল সূত্রে খবর, আগামী ১৮ জানুয়ারি নন্দীগ্রামে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরপরই ৭ জানুয়ারি শহিদ দিবসে নন্দীগ্রামে সভার ঘোষণা করেছিল তৃণমূল। তৃণমূল সুপ্রিমোর সেই সভায় উপস্থিত থাকার কথা ঘোষণা হয়েছিলো। শুভেন্দু তখন জানান, মুখ্যমন্ত্রীর সভার পরদিন, ৮ জানুয়ারি নন্দীগ্রামেই সভা করবে বিজেপি৷ কিন্তু সভার মূল আয়োজক রামনগরের বিধায়ক অখিল গিরি করোনা আক্রান্ত হওয়ায় তা বাতিল করে তৃণমূল৷এখন দেখার আজকের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ১৮ তারিখের সভার পাল্টা গেরুয়া-সভার ঘোষণা আজকের মঞ্চ থেকে করা হয় কি’না৷

আরও পড়ুন:ইসরোর বিজ্ঞানীর চাঞ্চল্যকর অভিযোগ: খাবারে বিষ, ঘরে সাপ!

Advt

Previous article‘টার্মিনাল ম্যান’, একাধিক দেশের নাগরিকত্ব ফিরিয়ে ১৮ বছর কাটিয়েছেন বিমান বন্দরে
Next articleগণতন্ত্রে নয়, বাহুবলে ধ্বংসের রাজনীতির আমদানি চলছে, বিজেপিকে নিশানা পার্থর