দিল্লিতে বিজেপি নেতার বাড়িতে ধনকড়, তুমুল বিতর্ক রাজনৈতিক মহলে

বিজেপি নেতার বাড়ি গিয়ে রাজনৈতিক আলোচনা করলেন বাংলার রাজ্যপাল৷!

রাজ্যের সাংবিধানিক প্রধান কীভাবে একটি রাজনৈতিক দলের সর্বভারতীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করেন, তা নিয়ে জল্পনা চলছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে৷ সংবিধান লঙ্ঘন করার ‘অপরাধে’ ধনকড়ের অপসারণ দাবি করেছে বিরোধী রাজনৈতিক শিবির৷

দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাৎ করার কথা রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar)৷ তার আগে ধনকড় গেলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষের ( BL Sontosh) বাড়ি৷

রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দিতে গিয়ে জগদীপ ধনকড় যেভাবে এক বিজেপি নেতার বাড়ি গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ বলা হচ্ছে, একজন রাজ্যপাল হয়ে রাজনৈতিক নেতার বাড়ি গিয়ে বৈঠক করার পর ওই পদে থাকার অধিকার ধনকড়ের আর আদৌ আছে কি ?

জানা গিয়েছে, শনিবার সকালে অমিত শাহের বাড়িতে গেলেও তাঁর সঙ্গে দেখা হয়নি রাজ্যপালের। শাহি-সাক্ষাতের আগেই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে যান রাজ্যপাল। সন্তোষের সঙ্গে বাংলার আসন্ন নির্বাচন নিয়ে ধনকড় আলোচনা করেছেন বলে সূত্রের খবর৷

আরও পড়ুন : প্রয়াত গুজরাটের ৪ বারের মুখ্যমন্ত্রী মাধব সিং সোলাঙ্কি, শোক প্রকাশ মোদির

এদিকে, রাজ্যপাল বিষয়টিকে আমল দিতেই রাজি নন৷ এই সাক্ষাৎকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে দাবি করেছেন ধনকড়। নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করতেই তিনি গিয়েছেন বলে জানান রাজ্যপাল জগদীপ ধনকড়।

Advt

Previous articleযেন কোন স্বামীজি এসেছে! শুভেন্দু-মুকুলকে লক্ষ্য করে কল্যাণের বোমা
Next articleফের কলেজের উপরেই পরীক্ষার দায়িত্ব দেওয়া হতে পারে